হামাস চুক্তি ভাঙলে গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু করতে পারেন ট্রাম্প - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হামাস চুক্তি ভাঙলে গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু করতে পারেন ট্রাম্প

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 হামাস চুক্তি ভাঙলে গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু করতে পারেন ট্রাম্প


সংবাদ:

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি হামাস যুদ্ধবিরতি চুক্তি মেনে না চলে, তাহলে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু করার অনুমতি দিতে পারেন।

বুধবার (১৫ অক্টোবর) সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,

“আমি কথা বলার সাথে সাথেই ইসরায়েলি বাহিনী রাস্তায় ফিরে আসতে পারে।”

ট্রাম্পের এই মন্তব্য আসে এমন সময়, যখন ইসরায়েল অভিযোগ করেছে যে হামাস জিম্মিদের ফেরত দেওয়ার চুক্তি লঙ্ঘন করছে। ইসরায়েল জানিয়েছে, চুক্তি অনুযায়ী জীবিত ও মৃত জিম্মিদের ফেরত দেওয়ার কথা থাকলেও হামাস তা করেনি।

ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার ৪র্থ দফা অনুযায়ী,

“ইসরায়েল চুক্তি গ্রহণের ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সকল জিম্মিকে ফিরিয়ে আনা হবে।”

তবে বুধবার সকাল পর্যন্ত কেবল ২০ জন জীবিত জিম্মিকে ফিরিয়ে আনা হয়েছে। হামাস মঙ্গলবার রাতে ৮ জনের মৃতদেহ হস্তান্তর করেছে, যার কোনোটি ইসরায়েলি জিম্মির নয় বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

সিএনএন সূত্র জানায়, যুক্তরাষ্ট্র এখনও হামাসের প্রতি আস্থা হারায়নি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হামাস অবশিষ্ট মৃতদেহগুলো উদ্ধারে চেষ্টা চালাচ্ছে এবং তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীরা এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছেন।

শান্তি পরিকল্পনার ৬ষ্ঠ দফায় বলা হয়েছে,

“জিম্মিদের ফেরত দেওয়ার পর, যারা অস্ত্র ত্যাগে সম্মত হবে তাদের সাধারণ ক্ষমা দেওয়া হবে এবং যারা গাজা ত্যাগ করতে চায় তাদের নিরাপদে অন্য দেশে যেতে দেওয়া হবে।”

হামাস যদি নিরস্ত্রীকরণে অস্বীকৃতি জানায়, তাহলে ট্রাম্প কী করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,

“আমি বিষয়টি গুরুত্ব সহকারে ভাবছি। যদি হামাস সহযোগিতা না করে, তবে ইসরায়েল আবারও রাস্তায় নামবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করছে পর্যবেক্ষকরা।

কোন মন্তব্য নেই