নাঈম বাদ, সৌম্যর প্রত্যাবর্তন; নতুন মুখ মাহিদুলকে দলে নিল বিসিবি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নাঈম বাদ, সৌম্যর প্রত্যাবর্তন; নতুন মুখ মাহিদুলকে দলে নিল বিসিবি

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
 নাঈম বাদ, সৌম্যর প্রত্যাবর্তন; নতুন মুখ মাহিদুলকে দলে নিল বিসিবি


সংবাদ:

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন সৌম্য সরকার, বাদ পড়েছেন নাঈম শেখ। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন

বাংলাদেশের ওপেনিং পজিশনে দীর্ঘদিন ধরেই চলছে এক ধরনের অস্থিরতা। এক ম্যাচে কেউ বাদ পড়ছেন, পরের ম্যাচেই ফিরছেন আবার কেউ। এবারও ব্যতিক্রম হলো না। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ পাওয়া নাঈম শেখকে এক ম্যাচ খেলেই বাদ দেওয়া হয়েছে। তার স্থানে ফিরেছেন সৌম্য সরকার।

সৌম্য সম্প্রতি জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি ফাইনালে ২২ বলে মাত্র ৮ রান করেন। এমন পারফরম্যান্সের পরও নির্বাচকদের আস্থায় জায়গা করে নিয়েছেন তিনি।

অন্যদিকে, নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কন দলে জায়গা পেয়েছেন প্রথমবারের মতো। তবে টেস্টে ইতোমধ্যে অভিষেক হয়েছে তার। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৯৬ ম্যাচে ৪ সেঞ্চুরি ও ২৮ ফিফটি মিলে প্রায় ৩৫০০ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। তার ব্যাটিং গড় ৪৪.৫৩। গত মে মাসে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ড ‘এ’-র বিপক্ষে দুটি ম্যাচে যথাক্রমে ১০৫ ও অপরাজিত ৪২ রান করেছিলেন তিনি।

এছাড়া, পেসার নাহিদ রানাও দল থেকে বাদ পড়েছেন। আফগানদের বিপক্ষে শেষ ওয়ানডেতে তিনি ৮.২ ওভারে ৫৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।

আগামী শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ২১ ও ২৩ অক্টোবর। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে


🇧🇩 বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

কোন মন্তব্য নেই