ইয়াবার টাকা নিয়ে বিরোধ, ক্ষুব্ধ হয়ে মাদক কারবারিকে হত্যা কুষ্টিয়ায় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইয়াবার টাকা নিয়ে বিরোধ, ক্ষুব্ধ হয়ে মাদক কারবারিকে হত্যা কুষ্টিয়ায়

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ইয়াবার টাকা নিয়ে বিরোধ, ক্ষুব্ধ হয়ে মাদক কারবারিকে হত্যা কুষ্টিয়ায়

কুষ্টিয়া প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, রাত ১০:০০ টা

কুষ্টিয়ার খোকসা উপজেলায় ইয়াবার টাকা নিয়ে বিরোধের জেরে শাহিন হোসেন (৩৫) নামের এক মাদক কারবারিকে হত্যা করেছে রাকিবুল ইসলাম রাহুল (২১) নামের এক যুবক। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার রাহুল উপজেলার মাঠপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে আদালতে পাঠানো হয় তাকে।


 ঘটনার পটভূমি

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, নিহত শাহিন হোসেন স্থানীয়ভাবে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। মূলত ইয়াবা সেবনের টাকা নিয়ে বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে।

এর আগে, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মাঠপাড়া গ্রামের একটি নির্মাণাধীন বাড়ির বারান্দা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় শাহিনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শাহিন ওই এলাকার মৃত আছের আলীর ছেলে।

ঘটনার পর শাহিনের স্ত্রী বাদী হয়ে খোকসা থানায় হত্যা মামলা দায়ের করেন।


 পুলিশের তদন্তে যা জানা গেছে

খোকসা থানা-পুলিশ জানায়, শাহিনের মোবাইল ফোনের সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরে রাহুলকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে শাহিনের তিনটি মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে রাহুল স্বীকার করে বলেন,

“ঘটনার দিন শাহিনের কাছ থেকে দুটি ইয়াবা নিয়ে সেবন করি। টাকা দিতে না পারায় সে আমাকে গালাগাল করে এবং মুখে থাপ্পড় দেয়। এতে রাগে আমি নাইলনের রশি দিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে হত্যা করি।”


 পুলিশের পরবর্তী পদক্ষেপ

ওসি শেখ মঈনুল ইসলাম বলেন,

“এটি মাদক সংক্রান্ত বিরোধ থেকে সংঘটিত হত্যা। গ্রেপ্তার রাহুলের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে, তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

কোন মন্তব্য নেই