চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৫ হল সংসদ নির্বাচনে বিজয়ীদের তালিকা প্রকাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৫ হল সংসদ নির্বাচনে বিজয়ীদের তালিকা প্রকাশ
এম. মিজানুর রহমান || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, রাত ১০:০০ টা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১৫টি হল ও হোস্টেল সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করেছে রাকসু নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ফলাফল ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ১৪টি আবাসিক হল ও ১টি হোস্টেলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ছাত্র ও ছাত্রী মিলিয়ে মোট ১৫ সংসদের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন।
চলুন একনজরে দেখে নেওয়া যাক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৫ হল ও হোস্টেল সংসদের নির্বাচিত কমিটি:
এফ রহমান হল সংসদ
ভিপি: শাহরিয়ার আহমেদ সোহাগ
জিএস: তামিম চৌধুরী
এজিএস: সাইদুল ইসলাম
অন্যান্য সম্পাদক: নাইমুর রহমান, জয়নুল আবেদীন ফাহিম, কামরুল ইসলাম, জামাল উদ্দিন, শেখ মাআজ আহাম্মেদ, ওমর বিন কাসেম ইফতি, তানজিম আশরাফ রাতুল, মাঈনউদ্দিন হাসান ওয়াসি
নির্বাহী সদস্য: আবু বাইত সিয়াম, আবু রায়হান বাবু, মাহাফুজুর রহমান
আলাওল হল সংসদ
ভিপি: রাকিব মাহমুদ
জিএস: নুরনবী হাসান
এজিএস: শোয়েব তুষার
অন্যান্য সম্পাদক: আল-আমিন সরকার বনি, শেফায়েত হোসাইন, মো. রাহাত, শিহাবুর রহমান শিহাব, আশরাফুল ইসলাম, তানভীর হোসাইন, আসিফ ইফতেখার, মাইন হানজালা
নির্বাহী সদস্য: হাবিব পাটওয়ারি, শাহেনশাহ তানজিম, ইসমাইল হোসেন
অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল সংসদ
ভিপি: রিপুল চাকমা
জিএস: কবির আলী
এজিএস: অনন্ত কীর্ত্তনীয়া
অন্যান্য সম্পাদক: রুমনজয় তঞ্চঙ্গ্যা, মনষা ত্রিপুরা, অরিয়ন চাকমা, অন্তর চদ্র দেব, চয়ন বড়ুয়া, অমিতাভ বড়ুয়া, সিনেট চাকমা, আমানুল্লাহ
নির্বাহী সদস্য: শোভন চাকমা, সজীব তঞ্চঙ্গ্যা, রাওঙি ম্রো
শাহ আমানত হল সংসদ
ভিপি: জাহাঙ্গীর আলম হান্নান
জিএস: আবিদুর রহমান
এজিএস: আলী আহছান মো. মুজাহিদ
অন্যান্য সম্পাদক: ফয়সাল আহম্মেদ, জাহিদুল ইসলাম সজল, আইমান বিন কামাল, জয় মিয়া, আকাইদ খান, আশিকুল ইসলাম, আশ্রাফুল এলাহী চৌধুরী, মোস্তাফিজুর রহমান
নির্বাহী সদস্য: জাওয়াদ ইবনে জিহাদ, ফুরকান উদ্দিন, আব্দুল্লাহ আল রায়হান
(একইভাবে বাকি হলগুলোর সংক্ষিপ্ত তালিকা নিচে সংযোজিত করা হয়েছে:)
আব্দুর রব হল – ভিপি: বোরহান উদ্দিন
শহীদ ফরহাদ হোসেন হল – ভিপি: শরিফুল ইসলাম
শাহজালাল হল – ভিপি: আলাউদ্দিন সন্দ্বীপী
সোহরাওয়ার্দী হল – ভিপি: নিয়ামত উল্লাহ ফারাবী
মাস্টার দ্য সূর্যসেন হল – ভিপি: তাজিম ইবনে হাবিব
বিজয় ২৪ হল (ছাত্রী হল) – ভিপি: সানু আক্তার নদী
দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল (ছাত্রী হল) – ভিপি: সুমাইয়া নুসরাত
নবাব ফয়জুন্নেসা হল (ছাত্রী হল) – ভিপি: পারমিতা চাকমা
প্রীতিলতা হল (ছাত্রী হল) – ভিপি: নুসরাত জাহান তৃনা
নাহার হল (ছাত্রী হল) – ভিপি: ফাইরোজ ফেরদৌস
শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল – ভিপি: খন্দকার মাসরুর আল ফাহিম
রাকসু নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং ফলাফল ঘোষণার পর থেকেই নবনির্বাচিতরা হল পরিষদের দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

কোন মন্তব্য নেই