মোহাম্মদপুরে পুলিশ পরিচয়ে বাসায় হামলা ও লুটপাট, আহত ৩ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মোহাম্মদপুরে পুলিশ পরিচয়ে বাসায় হামলা ও লুটপাট, আহত ৩

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত




মোহাম্মদপুরে পুলিশ পরিচয়ে বাসায় হামলা ও লুটপাট, আহত ৩

নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
১৭ অক্টোবর ২০২৫, রাত ১০:০০ টা

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় পুলিশ পরিচয়ে একদল দুর্বৃত্তের বাসায় হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীসহ তিনজন আহত হয়েছেন।

আহতরা হলেন— মাকসুদা আক্তার মুক্তা ও তার দুই ছেলে সাইফুল হাসানসিফাত হাসান। শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগী মাকসুদা আক্তার মুক্তা জানান,

“সকাল ৮টার দিকে আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ কিছু লোক পুলিশ পরিচয়ে বাসার গেট ভেঙে ভেতরে ঢোকে। এরপর রুমের দরজা ভেঙে আমাদের ওপর হামলা চালায়। বাধা দিলে আমার দুই ছেলেকে মারধর করে। পরে আমাদের একটি রুমে আটকে রেখে ট্রাক ভরে বাসার ফ্রিজ, খাট, সোনার অলংকার, নগদ ৪ লাখ টাকা ও সিসিটিভি ডিভিআরসহ সব কিছু লুট করে নিয়ে যায়।”

তিনি আরও জানান, হামলাকারীরা সবাই মাস্ক পরিহিত ছিল।

পরে মোহাম্মদপুর থানায় দেওয়া লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন— এই হামলার ঘটনায় রেজাউল করিম সুজন, রাইসুল ইসলাম আসাদ, রাসেদা বেগম, সবুজ, বাবু ওরফে মুরগী বাবু, ইয়াসিন আরাফাত, শফিক, মোহন, সজিব বাবুর্চি ও তরিকসহ বেশ কয়েকজন জড়িত।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন,

“প্রাথমিকভাবে এটি জমি নিয়ে বিরোধের জের ধরে ঘটেছে। একটি পক্ষ নিজেরাই উচ্ছেদের চেষ্টা করতে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে। অভিযোগ নেওয়া হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

কোন মন্তব্য নেই