যাত্রাবাড়ীতে কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার: মাদকসংশ্লিষ্টতার আশঙ্কা পুলিশের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

যাত্রাবাড়ীতে কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার: মাদকসংশ্লিষ্টতার আশঙ্কা পুলিশের

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

যাত্রাবাড়ীতে কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার: মাদকসংশ্লিষ্টতার আশঙ্কা পুলিশের

ঢামেক প্রতিবেদক | টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার, সন্ধ্যা ৭:১১

রাজধানীর যাত্রাবাড়ীর নবীনগর এলাকায় হিমু ওরফে কালু (১৭) নামের এক কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৬টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী নবীনগর রোডের মেডিবাংলা হাসপাতালের পাশের গলি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত হিমুর খালাতো বোনের স্বামী হাসান খান জানান, হিমু মীরহাজীরবাগ এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করত। তার বাবা মিন্টু মিয়া। হিমু বেকার ও মাদকাসক্ত ছিল; কয়েকবার রিহ্যাবেও নেওয়া হয়েছিল।

হাসান বলেন,

“গতকাল সন্ধ্যায় হিমু বাসা থেকে বের হয়। রাত ২টার দিকে ফিরে আসে, কিন্তু দেরি করে আসায় তার মা রাগ করে দরজা খোলেননি। সকালে খবর পাই, ওকে খুন করা হয়েছে।”

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল রানা জানান,

“সকালে ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে কিশোরের রক্তাক্ত মরদেহ পড়ে ছিল। মাথা ও শরীরজুড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।”

তিনি আরও বলেন,

“পরিবার জানিয়েছে, নিহত কিশোর মাদকাসক্ত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংশ্লিষ্ট বিরোধের জেরে তাকে খুন করা হতে পারে। ঘটনাস্থলের সিসি ক্যামেরাটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন, মামলা প্রক্রিয়াধীন।”

কোন মন্তব্য নেই