দিনাজপুর সীমান্তে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে উত্তেজনা, ভুলবোঝাবুঝিতে আহত কয়েকজন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দিনাজপুর সীমান্তে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে উত্তেজনা, ভুলবোঝাবুঝিতে আহত কয়েকজন

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত





দিনাজপুর সীমান্তে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে উত্তেজনা, ভুলবোঝাবুঝিতে আহত কয়েকজন

সংবাদ:

দিনাজপুরের বিরামপুর সীমান্তে স্থানীয় গ্রামবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দক্ষিণ দাউদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, দুই ব্যক্তিকে আটককে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। আটক দুজন হলেন স্থানীয় যুবক আতিয়ার রহমান (২২) ও আমিনুল ইসলাম (১৮)। তারা গ্রামের পাশের বিলে হাঁস আনতে গেলে বিজিবি সদস্যরা তাদের আটক করে ভারত থেকে অনুপ্রবেশের সন্দেহে জিজ্ঞাসাবাদ করেন।

স্থানীয়দের অভিযোগ, টহল পোস্টে নিয়ে গিয়ে আতিয়ারকে মারধর করা হয়। চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে গেলে তার মা রাবেয়া বেগমকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা বিজিবির টহল পোস্ট ঘেরাও করে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয় ঘটনাটি। এসময় কয়েকজন বিজিবি সদস্যও আহত হন এবং পোস্টে ভাঙচুরের ঘটনা ঘটে।

জয়পুরহাট ২০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ জানান, “বিজিবি ও স্থানীয়দের মধ্যে একটি ভুলবোঝাবুঝির ঘটনা হয়েছিল। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিষয়টির amicable সমাধান হয়েছে।”

তিনি আরও বলেন, ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট ক্যাম্পের সদস্যদের সাময়িকভাবে ব্যাটালিয়ন সদর দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (১৮ অক্টোবর) তাদের পুনরায় দায়িত্বে ফেরত পাঠানো হবে।

স্থানীয়রা বলেন, সামাজিক সম্পর্ক ও সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সেই দাবি জানিয়েছেন তারা।

কোন মন্তব্য নেই