সিটিজেনস ব্যাংকের বাড্ডা শাখার এক বছর পূর্তিতে বিনামূল্যে চিকিৎসা সেবা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সিটিজেনস ব্যাংকের বাড্ডা শাখার এক বছর পূর্তিতে বিনামূল্যে চিকিৎসা সেবা

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 সিটিজেনস ব্যাংকের বাড্ডা শাখার এক বছর পূর্তিতে বিনামূল্যে চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক | টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, দুপুর ১২:০০

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিটিজেনস ব্যাংক পিএলসি বাড্ডা উপশাখার এক বছর পূর্তি উপলক্ষে স্থানীয় শতাধিক পোশাক শ্রমিককে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত বাড্ডা উপশাখা কার্যালয়ে আয়োজিত এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে অংশ নেন একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানে গাইনি ও মেডিসিন বিশেষজ্ঞরা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন।

এই কার্যক্রমে সহযোগিতা করে বাড্ডা মা ও শিশু হাসপাতাল ও ডায়াগনস্টিক লিমিটেড

অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটিজেনস ব্যাংকের উপ–ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন গুলশান কর্পোরেট শাখার ব্যবস্থাপক সালেক সাব্বির আহমেদ, মা ও শিশু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের পরিচালক সামসুর নাহার শান্তি, এবং ব্যবস্থাপনা পরিচালক ডা. আব্দুল্লাহ আলিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাড্ডা উপশাখার প্রধান সমীর চক্রবর্তী

বক্তারা বলেন, “পোশাক শ্রমিকদের জন্য এই ধরনের সামাজিক দায়বদ্ধতামূলক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।” অংশগ্রহণকারী শ্রমিকরাও সিটিজেনস ব্যাংকের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই