এক সপ্তাহে পুঁজিবাজারে ৩১ হাজার কোটি টাকার মূলধন উধাও - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এক সপ্তাহে পুঁজিবাজারে ৩১ হাজার কোটি টাকার মূলধন উধাও

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

এক সপ্তাহে পুঁজিবাজারে ৩১ হাজার কোটি টাকার মূলধন উধাও

অর্থনীতি ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, সকাল ১০:২৮

বিদায়ী সপ্তাহে দেশের পুঁজিবাজারে বড় ধরনের পতন হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন দুই–ই কমেছে। এতে মাত্র এক সপ্তাহে বাজার থেকে উধাও হয়েছে প্রায় ৩১ হাজার ৪০৮ কোটি টাকা মূলধন।

শনিবার (১৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, ১২ থেকে ১৬ অক্টোবর সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬৪.৩০ পয়েন্ট বা ৩.১১ শতাংশ কমে ৫,১১৯ পয়েন্টে নেমে আসে। একই সঙ্গে ডিএসই-৩০ সূচক ৩.২০ শতাংশ, শরিয়াহ সূচক ৪.২৩ শতাংশ, এবং এসএমই ইনডেক্স ৭.২৫ শতাংশ হ্রাস পায়।

সপ্তাহের শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৯৯ হাজার ২৮৫ কোটি টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১৭ হাজার ৮৪১ কোটি টাকার পতন

এ সময় ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২,৬১১ কোটি টাকা, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ৬৭৪ কোটি টাকা কম

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৭৮.৮০ পয়েন্ট বা ৩.২০ শতাংশ কমে ১৪,৪৬৮ পয়েন্টে নেমে এসেছে। সপ্তাহের শেষে সিএসইর বাজার মূলধন কমেছে ১৩ হাজার ৫৬৬ কোটি টাকা

যদিও সিএসইতে লেনদেন সামান্য বেড়েছে — আগের সপ্তাহের ৬৬ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ৩১ লাখ টাকা

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়া, অর্থনৈতিক অনিশ্চয়তা ও বড় বিনিয়োগকারীদের মুনাফা–তোলা প্রবণতার কারণে বাজারে এই ধস দেখা দিয়েছে।

কোন মন্তব্য নেই