৩৮ বছরের ছোট নায়িকার সঙ্গে রোমান্সে চিরঞ্জীবী, ফের সমালোচনার মুখে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৩৮ বছরের ছোট নায়িকার সঙ্গে রোমান্সে চিরঞ্জীবী, ফের সমালোচনার মুখে

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

৩৮ বছরের ছোট নায়িকার সঙ্গে রোমান্সে চিরঞ্জীবী, ফের সমালোচনার মুখে

বিনোদন ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, সকাল ০৮:৫০

দক্ষিণ ভারতের সুপারস্টার চিরঞ্জীবী আবারও আলোচনায়। বয়সের ব্যবধান ভুলে নিজের চেয়ে ৩৮ বছরের ছোট নায়িকার সঙ্গে রোমান্স করতে যাচ্ছেন তিনি। নতুন এই জুটি নিয়ে ইতোমধ্যে তোলপাড় শুরু হয়েছে দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে।

ভারতীয় গণমাধ্যম সিয়াসাত ডটকম জানায়, চিরঞ্জীবীর পরবর্তী সিনেমা ‘মেগা ১৫৮’-এর নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন মালবিকা মোহনান। সিনেমাটি পরিচালনা করবেন জনপ্রিয় পরিচালক ববি কলি এবং প্রযোজনা করবে কেভিএন প্রোডাকশন।

সবকিছু ঠিক থাকলে ৭০ বছর বয়সী চিরঞ্জীবীর বিপরীতে দেখা যাবে ৩২ বছরের মালবিকাকে। ফলে তাদের বয়সের ব্যবধান দাঁড়িয়েছে ৩৮ বছর। এ নিয়ে আবারও সমালোচনার মুখে পড়েছেন চিরঞ্জীবী, যদিও অভিনেতা নিজে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।

সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে আগামী ৫ নভেম্বর পূজা-আর্চনার মাধ্যমে। আর দৃশ্যধারণ শুরু হবে ২০২৬ সালের জানুয়ারিতে।

এর আগে চিরঞ্জীবী ‘ওয়ালটেয়ার ভিরিয়া’ সিনেমায় শ্রুতি হাসানের সঙ্গে এবং ‘আচার্য’ সিনেমায় কাজল আগরওয়ালের বিপরীতে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছিলেন।

অভিনেতা বর্তমানে চারটি সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন। এর মধ্যে একটি সিনেমার শুটিং শেষ করে পোস্ট-প্রোডাকশন পর্যায়ে আছেন তিনি। অন্যদিকে মালবিকা মোহনান এখন তামিল সিনেমা ‘সরদার টু’-এর শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাশাপাশি প্রভাসের সঙ্গে অভিনীত তেলেগু সিনেমা ‘রাজা সাব’-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই