যুদ্ধবিরতি ভেঙে ফের রক্তক্ষয়ী সংঘাতে পাকিস্তান-আফগানিস্তান

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
যুদ্ধবিরতি ভেঙে ফের রক্তক্ষয়ী সংঘাতে পাকিস্তান-আফগানিস্তান
আন্তর্জাতিক ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, সকাল ১০:৪৫
মাত্র ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি শেষে ফের রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তান। সীমান্তে হামলা ও পাল্টা হামলায় এখন পর্যন্ত একাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে।
শনিবার (১৮ অক্টোবর) তিনজন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা ও একজন আফগান তালেবান সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, দোহায় দুই পক্ষের মধ্যে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি আরও ৪৮ ঘণ্টা বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে ইসলামাবাদ ও কাবুল।
এর আগে শুক্রবার সকালে আফগান সীমান্তের কাছে জঙ্গি হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত ও অন্তত ১৩ জন আহত হন। এরপরই উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলা চালায় পাকিস্তান সেনাবাহিনী।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয় জানায়, ওই হামলায় অন্তত ৬ জঙ্গি নিহত হয়েছে। তবে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের কর্মকর্তারা দাবি করেছেন, পাকিস্তানের বিমান হামলায় তাদের দুই জেলার বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।
এ ঘটনায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, উরগুন জেলায় ফেরার পথে বোমা হামলায় স্থানীয় আট ক্রিকেটার নিহত হয়েছেন।
তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ স্থানীয় টেলিভিশন চ্যানেল আরিয়ানা নিউজ-কে বলেন, “পাকিস্তান যদি আর কোনো হামলা না চালায়, আমরা যুদ্ধবিরতি বজায় রাখব।”
তবে পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, “এই যুদ্ধবিরতি তালেবান সরকারের সঙ্গে, আফগানিস্তানে আশ্রয় নেওয়া জঙ্গিদের সঙ্গে নয়, যারা পাকিস্তানে হামলা চালায়।”
২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিদায়ের পর তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে উঠছে। ইসলামাবাদের অভিযোগ, জঙ্গিরা আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে, অন্যদিকে তালেবান এ অভিযোগ অস্বীকার করছে।
বর্তমান সংঘাতকে বিশ্লেষকরা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে মনে করছেন। সৌদি আরব ও কাতার ইতোমধ্যে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজনে এই সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র সহায়তা করতে প্রস্তুত।
কোন মন্তব্য নেই