‘নকশী কাঁথার জমিন’সহ এই সপ্তাহে আসছে পাঁচটি নতুন সিনেমা ও সিরিজ
‘
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
নকশী কাঁথার জমিন’সহ এই সপ্তাহে আসছে পাঁচটি নতুন সিনেমা ও সিরিজ

বিনোদন ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪ | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, সকাল ৯:৪৭
ওটিটি দুনিয়ার দর্শকরা প্রতি সপ্তাহেই অপেক্ষা করেন নতুন সিনেমা ও ওয়েব সিরিজের জন্য। এবারও সেই অপেক্ষার অবসান ঘটছে। বাংলা থেকে ইংরেজি—বিভিন্ন ভাষার একাধিক আলোচিত কনটেন্ট মুক্তি পাচ্ছে এই সপ্তাহে।
চলুন দেখে নেওয়া যাক—এই সপ্তাহে কোন কোন সিনেমা ও সিরিজ আসছে ওটিটিতে 👇
নকশী কাঁথার জমিন (বাংলা সিনেমা)
অভিনয়: জয়া আহসান, সেঁওতি, ইরেশ যাকের, রওনক হাসান প্রমুখ
মুক্তি: আইস্ক্রিন | ১৯ অক্টোবর ২০২৫
গল্পসংক্ষেপ: মুক্তিযুদ্ধকালীন সময়ের দুই বোন—রাহেলা ও সালেহার জীবনের গল্প। যুদ্ধের বিভক্তিতে ছিন্নভিন্ন হয়ে যায় তাদের পরিবার। যুদ্ধশেষে তারা আবিষ্কার করে, মুক্তির লড়াইয়ে নিজেদের সব কিছু হারিয়েছে। নিজেদের জীবনসংগ্রামকে তারা নকশীকাঁথায় বুনে রাখে—যা হয়ে ওঠে প্রতিরোধ ও স্মৃতির প্রতীক।
গিরগিটি (বাংলা ওয়েব সিরিজ)
অভিনয়: ইরফান সাজ্জাদ, শতাব্দী ওয়াদুদ, আশীষ খন্দকার প্রমুখ
মুক্তি: বঙ্গ | ১৬ অক্টোবর ২০২৫
গল্পসংক্ষেপ: বিরলপুর শহর এখন মাদকের স্বর্গরাজ্য। দিনদুপুরে ঘটে হত্যা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অসহায়। প্রভাবশালী ব্যবসায়ী চৌধুরীর তিন সহযোগী খুন হওয়ার পর মামলার তদন্তভার পড়ে গোয়েন্দা মারুফ জামানের ওপর। রহস্যের প্যাঁচে শহর জড়ায় আরও গভীর অন্ধকারে।
নিশির ডাক (বাংলা ওয়েব সিরিজ)
অভিনয়: সৃজা দত্ত, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, রাজদীপ গুপ্ত প্রমুখ
মুক্তি: হইচই | ১৭ অক্টোবর ২০২৫
গল্পসংক্ষেপ: ছয়জন পিএইচডি গবেষক যান সোনামুখী গ্রামে, কিংবদন্তি সংগীতশিল্পী নিশিগন্ধা ভাদুড়ীর জীবনী নিয়ে গবেষণার জন্য। কিন্তু সেখানে তারা খুঁজে পায় এক অভিশপ্ত অতীত, যেখানে রাতের নীরবতা ভর করে ভয় ও রহস্যে। ইতিহাস অনুসন্ধান করতে গিয়ে তারা আবিষ্কার করে আতঙ্কের অন্ধকার জগৎ।
মিস্টার স্করসেসি (তথ্যচিত্র)
মুক্তি: অ্যাপল টিভি প্লাস | ১৭ অক্টোবর ২০২৫
গল্পসংক্ষেপ: বিশ্বখ্যাত নির্মাতা মার্টিন স্করসেসির জীবন, চলচ্চিত্র-দর্শন ও সৃষ্টিশীল যাত্রা নিয়ে নির্মিত ডকুমেন্টারি। এতে উঠে এসেছে তাঁর পারিবারিক জীবন, চলচ্চিত্র নিয়ে দৃষ্টিভঙ্গি, এবং হলিউডে পাঁচ দশকেরও বেশি সময় ধরে তাঁর প্রভাব ধরে রাখার গল্প।
দ্য ডিপ্লোম্যাট: সিজন ৩ (ইংরেজি সিরিজ)
অভিনয়: কেরি রাসেল, রুফাস সেওয়েল, ডেভিড গিয়াসি
মুক্তি: নেটফ্লিক্স | ১৬ অক্টোবর ২০২৫
গল্পসংক্ষেপ: রাষ্ট্রপতি রেবার্নের আকস্মিক মৃত্যুতে কূটনৈতিক অস্থিরতায় পড়ে মার্কিন প্রশাসন। ভাইস প্রেসিডেন্ট গ্রেস পেন নতুন কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব নেন। এদিকে রাষ্ট্রদূত কেট ওয়াইলারকে একাই সামলাতে হয় আন্তর্জাতিক সংকট ও রাজনৈতিক চক্রান্তের ঝড়।
এই সপ্তাহের ওটিটি হাইলাইটস:
-
বাংলা সিনেমা: নকশী কাঁথার জমিন
-
রহস্য থ্রিলার: গিরগিটি
-
হরর ড্রামা: নিশির ডাক
-
ডকুমেন্টারি: মিস্টার স্করসেসি
-
পলিটিক্যাল থ্রিলার: দ্য ডিপ্লোম্যাট সিজন ৩
কোন মন্তব্য নেই