বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল
![]() |
| ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত |
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল
অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, এক হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিতে রাজধানীতে কালো পতাকা মিছিল করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে দোয়েল চত্বর ঘুরে কদম ফোয়ারায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সংহতি জানান। এসময় আন্দোলনকারীদের একাংশ শহীদ মিনারে আমরণ অনশন অব্যাহত রাখেন।
সমাবেশে শিক্ষকরা বলেন, “গত এক সপ্তাহ ধরে আমরা রাস্তায় বসে, শুয়ে ও ঘুমিয়ে দাবির কথা জানাচ্ছি, কিন্তু সরকারের কোনো সাড়া পাচ্ছি না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে, নইলে শিক্ষামন্ত্রীর পদে থাকা অর্থহীন।”
গত রবিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। তারা বলেন, ন্যায্য দাবিগুলো মেনে নিলে শিক্ষাক্ষেত্রে স্থিতিশীলতা ফিরবে এবং শিক্ষকরা নতুন উদ্যমে পাঠদান চালিয়ে যেতে পারবেন।

কোন মন্তব্য নেই