নোয়াখালীতে এতিম শিশুদের খাবার বিতরণ ও অসহায় নারীদের সেলাই মেশিন দিল লায়ন্স ক্লাব - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নোয়াখালীতে এতিম শিশুদের খাবার বিতরণ ও অসহায় নারীদের সেলাই মেশিন দিল লায়ন্স ক্লাব

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নোয়াখালীতে এতিম শিশুদের খাবার বিতরণ ও অসহায় নারীদের সেলাই মেশিন দিল লায়ন্স ক্লাব

সংবাদ:
নোয়াখালী প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪

নোয়াখালীর সদর উপজেলার পূর্ব শুল্লকিয়া গ্রামে হাজী ছইদ মিয়া হাফিজিয়া মাদ্রাসার এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ ও অসহায় নারীদের স্বনির্ভর করতে সেলাই মেশিন প্রদান করেছে লায়ন্স ক্লাব অব নোয়াখালী মাইজদী।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার ৩৫ জন এতিম শিক্ষার্থীকে পোলাও ও মুরগির মাংসসহ দুপুরের খাবার পরিবেশন করা হয়।

এছাড়া, স্থানীয় কয়েকজন দুস্থ ও অসহায় নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন ক্লাবের নেতারা, যাতে তারা ঘরে বসে আয় করতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব নোয়াখালী মাইজদীর প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট হাজেরা পারভিন, বর্তমান সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন বাদল, সাধারণ সম্পাদক জহির উদ্দিন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট ইমাম হোসেন স্বপন, নোয়াখালী জেলা দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জহির উদ্দিন, সদস্য শাহাদাত হোসেন এবং অ্যাডভোকেট ইকবাল হোসেন কাজল।

কোন মন্তব্য নেই