অভিনেত্রী থেকে প্রযোজক: নতুন যাত্রায় ফারিণ

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
অভিনেত্রী থেকে প্রযোজক: নতুন যাত্রায় ফারিণ

বিনোদন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, বিকেল ৪:৫৩ | আপডেট: ৫:২৫
ছোটপর্দা থেকে বড়পর্দা, এমনকি ওটিটিতেও সমানভাবে দর্শকপ্রিয়তা পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয়ে সাফল্যের পাশাপাশি গানেও বাজিমাত করেছেন তিনি। এবার নতুন ভূমিকায় ফিরছেন এই তারকা—প্রযোজক হিসেবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফারিণ জানিয়েছেন, নিজের ভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে তিনি গড়েছেন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান।
তিনি বলেন,
“আমি নিজের মতো কিছু কাজ করতে চাই। সেই ভাবনা থেকেই প্রযোজনায় আসা।”
এ ঘোষণার পর থেকেই ভক্ত ও নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। ফারিণ তার অনুসারীদের কাছে তার প্রযোজনা প্রতিষ্ঠানের নামের প্রস্তাবও চেয়েছেন। এরপর থেকেই মন্তব্যের ঘরে চলছে নামের বন্যা।
একটি সূত্র জানিয়েছে, ফারিণের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম কাজ হিসেবে আসছে একটি মিউজিক ভিডিও, যেখানে থাকবে তার নিজের কণ্ঠে গাওয়া গান। এটি প্রকাশ পাবে চলতি বছরের শেষ দিকে।
ভবিষ্যতে নাটক বা সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নে ফারিণ বলেন,
“এখনো এত দূর ভাবিনি। মিউজিক ভিডিও দিয়েই শুরু হচ্ছে পথচলা। তবে যেহেতু প্রতিষ্ঠান শুরু করছি, নিয়মিত কাজ করার ইচ্ছা আছে।”
কিছুদিন ধরে অভিনয় থেকে বিরতি নেওয়া প্রসঙ্গে তিনি জানান,
“সব প্রজেক্ট না করে আমি বেছে কাজ করতে চাই। দর্শকদের মানসম্মত কিছু উপহার দেওয়ার জন্যই সময় নিচ্ছি।”
অভিনেত্রী থেকে প্রযোজক—এ যেন ফারিণের ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সূচনা। নিজের ভাবনা ও সৃজনশীলতা নিয়েই এবার পর্দার পেছনে নতুন গল্প লিখতে যাচ্ছেন তিনি।
কোন মন্তব্য নেই