দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, একদিনে নতুন আক্রান্ত ৮৪১

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, একদিনে নতুন আক্রান্ত ৮৪১

নিউজ ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৬:১৪
দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৮৪১ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে মঙ্গলবার (১৪ অক্টোবর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হলো—
-
বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ১২৫ জন
-
চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ১০৬ জন
-
ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ২১৪ জন
-
ঢাকা উত্তর সিটি করপোরেশনে: ১৭৩ জন
-
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে: ১২৮ জন
-
খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ২৬ জন
-
ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ১৯ জন
-
রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৪৭ জন
-
সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৩ জন
চলতি বছরে এখন পর্যন্ত ৫৬ হাজার ২৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৩৮ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
তুলনামূলকভাবে ২০২৪ সালে দেশে ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয় এবং ৫৭৫ জনের মৃত্যু ঘটে।
বিশেষজ্ঞরা বলছেন, চলমান মৌসুমে বৃষ্টিপাত ও অনিয়ন্ত্রিত পানি জমে থাকার কারণে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা নাগরিকদের মশার প্রজননস্থান ধ্বংস ও ঘরের আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন।
কোন মন্তব্য নেই