ইকবালের ৫ উইকেটে রোমাঞ্চকর জয়, কালামের সেঞ্চুরিতে উজ্জ্বল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল
ইকবালের ৫ উইকেটে রোমাঞ্চকর জয়, কালামের সেঞ্চুরিতে উজ্জ্বল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল
ক্রীড়া প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আলোহীনতার কারণে রোমাঞ্চকর ম্যাচের শেষ দৃশ্য দেখা না গেলেও জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। ডি/এল মেথডে ৫ রানে এগিয়ে থেকে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে জয় নিশ্চিত করে তরুণ টাইগাররা।
২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের তরুণ ব্যাটাররা শুরু থেকেই দেখান দারুণ আগ্রাসন। ওপেনার কালাম সিদ্দিকী দুর্দান্ত সেঞ্চুরি (১১৯ বলে ১০১, ১১ চার) করে দলকে জয়ের পথে নিয়ে যান। তার সঙ্গে রিজান হোসেন অপরাজিত ৭৫ রানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
শেষ দিকে আলো স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ ২৪ ওভারে জয়ের খুব কাছেই ছিল — হাতে ৬ উইকেট, দরকার ছিল মাত্র ৩৫ রান। কিন্তু আম্পায়াররা পর্যাপ্ত আলো না থাকায় ম্যাচ স্থগিত ঘোষণা করলে ডাকওয়ার্থ–লুইস পদ্ধতিতে বাংলাদেশকেই বিজয়ী ঘোষণা করা হয়।
এর আগে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে তোলে ২৬৬ রান। দলের পক্ষে একাই লড়াই করেন উজাইরুল্লাহ নিয়াজাই, যিনি ১৪০ রানে অপরাজিত থেকে সাজান অনবদ্য ইনিংসটি ১৬ চার ও ১ ছক্কায়।
তবে আফগানদের ইনিংসে ঝড় তোলেন বাংলাদেশের পেসার ইকবাল হোসেন। আগুনে বোলিংয়ে তিনি ৫৭ রানে ৫ উইকেট দখল করে আফগান শিবিরে ভয় ধরিয়ে দেন। শেষ দিকে তার ধারাবাহিক আঘাতে অতিথিরা বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়।
বাংলাদেশের অধিনায়ক আজিজুল রানশূন্য থাকলেও রিফাত বেগের ২৬ রানে ইনিংসটি গতি পায়।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর, একই ভেন্যু — বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে।

কোন মন্তব্য নেই