গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কারের আহ্বান জাতীয় ঐকমত্য কমিশনের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কারের আহ্বান জাতীয় ঐকমত্য কমিশনের

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কারের আহ্বান জাতীয় ঐকমত্য কমিশনের



 টাইমস এক্সপ্রেস ২৪

সংবিধান সংস্কার কার্যক্রম বাস্তবায়নে গণভোট আয়োজনের পরামর্শ দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ এই আহ্বান জানান।

তিনি বলেন, “সংবিধান সংস্কারের এমন কিছু সুপারিশ রয়েছে যেগুলোর বাস্তবায়নে সাংবিধানিক সংশোধন অপরিহার্য। এই বিষয়গুলোতে জনগণের মতামত নেওয়ার জন্য গণভোট আয়োজন করা উচিত। সরকার চাইলে দ্রুতই এই প্রক্রিয়া শুরু করতে পারে।”

অধ্যাপক আলী রীয়াজ আরও জানান, কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ বাস্তবায়নের তিনটি ধাপ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে—
১️ যেসব বিষয় অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়নযোগ্য, সেগুলো দ্রুত সম্পন্ন করা,
২️ যেগুলোতে ভিন্নমত নেই ও দাপ্তরিক নির্দেশেই কার্যকর করা সম্ভব, সেগুলো তাৎক্ষণিক বাস্তবায়ন,
৩️ এবং যেসব প্রস্তাবে সাংবিধানিক পরিবর্তন প্রয়োজন, সেগুলো গণভোটের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো।

তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে সরকারের এখনই সাহসী ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। জনগণের অংশগ্রহণ ছাড়া সংবিধান সংস্কার দীর্ঘমেয়াদি সাফল্য অর্জন করতে পারবে না।”

প্রেস ব্রিফিংয়ে কমিশনের অন্য সদস্যরাও সংবিধান সংস্কার প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক করতে গণভোটকে ‘সবচেয়ে গ্রহণযোগ্য পন্থা’ বলে অভিহিত করেন।

কোন মন্তব্য নেই