পদ্মায় মিলল নিখোঁজ ব্যবসায়ী লিটনের লাশ, সংঘর্ষে হত্যার সন্দেহ

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
পদ্মায় মিলল নিখোঁজ ব্যবসায়ী লিটনের লাশ, সংঘর্ষে হত্যার সন্দেহ
টাইমস এক্সপ্রেস ২৪
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদী থেকে লিটন ঘোষ (৩০) নামে এক কসমেটিকস ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা এলাকায় নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নৌ–পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত লিটন ঘোষ রায়টা ঘোষপাড়া এলাকার মৃত জামরুল ঘোষের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, সোমবার (২৭ অক্টোবর) রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা চরে জমি দখলকে কেন্দ্র করে কাঁকন ও মন্ডল বাহিনীর মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। এতে দুইজন নিহত হন এবং ওই সংঘর্ষের পর থেকেই লিটন নিখোঁজ ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বলেন, লিটন কাঁকন বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাদের সন্দেহ, সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়ে নদীতে ফেলে দেওয়া হয় তাকে।
ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, “লাশের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি পূর্বের সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত হত্যাকাণ্ড হতে পারে।”
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি তদন্তাধীন বলে জানিয়েছে নৌ–পুলিশ।
কোন মন্তব্য নেই