আশুলিয়ার খাগানে এখনো থমথমে পরিস্থিতি, স্থগিত ড্যাফোডিল–সিটি ইউনিভার্সিটির ক্লাস ও পরীক্ষা
আশুলিয়ার খাগানে এখনো থমথমে পরিস্থিতি, স্থগিত ড্যাফোডিল–সিটি ইউনিভার্সিটির ক্লাস ও পরীক্ষা
টাইমস এক্সপ্রেস ২৪
সাভারের আশুলিয়ার খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষের দুদিন পরও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। স্বাভাবিক হয়নি জনজীবন, আতঙ্কে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে।
ঘটনার পর থেকে দুই বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
মঙ্গলবার খাগান এলাকা ঘুরে দেখা যায়, সংঘর্ষের সময় শিক্ষার্থীদের হামলায় আশপাশের একাধিক দোকান ও হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। সিটি ইউনিভার্সিটির বিপরীত পাশে থাকা ‘সিটি ক্যাফে’র কাচ ভেঙে ফেলা হয়েছে। পাশের মুদি দোকান, হোটেল ও লাকড়ির দোকান ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে এখনো ছড়িয়ে রয়েছে সংঘর্ষের ক্ষতচিহ্ন—পুড়ে যাওয়া বাস ও প্রাইভেট কার, ভাঙা জানালার কাচ, প্রশাসনিক ভবনের ক্ষতিগ্রস্ত আসবাব ও সীমানাপ্রাচীর। তবে বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবির মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন,
“অ্যাকাউন্টস থেকে দেড় কোটি টাকা চুরির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বরং আমাদের ১৭ জন শিক্ষার্থীকে জিম্মি করে মারধর করা হয়েছে, যাদের মধ্যে ছয়জন এখন আইসিইউতে চিকিৎসাধীন।”
তিনি আরও বলেন, “প্রথমে আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে, এরপর সম্পত্তির ক্ষতি নিয়ে কথা বলা যাবে।”
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য।

কোন মন্তব্য নেই