ল্যুভর জাদুঘরে সিনেমার মতো ডাকাতি, সাময়িকভাবে বন্ধ ঘোষণা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ল্যুভর জাদুঘরে সিনেমার মতো ডাকাতি, সাময়িকভাবে বন্ধ ঘোষণা

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত







ল্যুভর জাদুঘরে সিনেমার মতো ডাকাতি, সাময়িকভাবে বন্ধ ঘোষণা

ফ্রান্সের রাজধানী প্যারিসের বিশ্ববিখ্যাত ল্যুভর জাদুঘরে ঘটেছে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। বিশ্বের সর্বাধিক দর্শনার্থীসমৃদ্ধ এ জাদুঘরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়। খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান

জাদুঘর কর্তৃপক্ষ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, “অনিবার্য কারণবশত রোববার জাদুঘর বন্ধ থাকবে।” তবে ঘটনার বিস্তারিত তখন জানানো হয়নি।

ফরাসি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনজন মুখোশধারী পেশাদার ডাকাত জাদুঘরের একটি সংস্কারাধীন ভবনের পণ্যবাহী লিফট ব্যবহার করে অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করে। এখানে ফ্রান্সের রাজমুকুটের অবশিষ্ট অলংকারগুলো সংরক্ষিত ছিল। ডাকাতরা ডিস্ক কাটার দিয়ে জানালা কেটে ভেতরে ঢোকে এবং মাত্র সাত মিনিটের মধ্যেই নয়টি মূল্যবান গহনা নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ ন্যুনেজ জানিয়েছেন, ডাকাতরা “চেরি পিকার” নামে পরিচিত একটি হাইড্রোলিক মই ব্যবহার করে বাইরে থেকে গ্যালারিতে প্রবেশ করে। ঘটনাটি ছিল পুরোপুরি পরিকল্পিত এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়।

প্যারিস সেন্টারের মেয়র অ্যারিয়েল ওয়েইল এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটি যেন সিনেমার গল্পের মতো। ভাবতেই কষ্ট হয় যে এত সহজে কেউ ল্যুভরের মতো স্থানে ঢুকে চুরি করতে পারে। এটি শুধু সাংস্কৃতিক নয়, জননিরাপত্তার দিক থেকেও বড় ধাক্কা।”

ল্যুভর জাদুঘর বিশ্বের অন্যতম বৃহত্তম শিল্পকেন্দ্র। প্রতি বছর এখানে ৮০ লাখেরও বেশি দর্শনার্থী আসেন। এখানে সংরক্ষিত রয়েছে লিওনার্দো দা ভিঞ্চির অমর সৃষ্টি ‘মোনালিসা’, প্রাচীন ভাস্কর্য ও রাজকীয় অলংকারের বিশাল সংগ্রহ।

এ বছরের শুরুতে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জাদুঘরের বড় আকারের সংস্কার প্রকল্পের ঘোষণা দেন। অতিরিক্ত দর্শনার্থীর চাপ, ভবনের ক্ষয় ও তাপমাত্রার ওঠানামার কারণে শিল্পকর্ম সংরক্ষণে ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছিলেন পরিচালক লরেন্স দে কার্স

বর্তমানে কর্তৃপক্ষ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। জাদুঘরের নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি পুনর্মূল্যায়নের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।


কোন মন্তব্য নেই