কলম্বিয়ায় মার্কিন দূতাবাসে সহিংস বিক্ষোভ, পুলিশের ওপর তীর-বিস্ফোরক হামলা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কলম্বিয়ায় মার্কিন দূতাবাসে সহিংস বিক্ষোভ, পুলিশের ওপর তীর-বিস্ফোরক হামলা

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

কলম্বিয়ায় মার্কিন দূতাবাসে সহিংস বিক্ষোভ, পুলিশের ওপর তীর-বিস্ফোরক হামলা


 সংবাদের মূল অংশ:

কলম্বিয়ার রাজধানী বোগোটায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। শুক্রবার মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভকারীরা তীর ও বিস্ফোরক নিক্ষেপ করলে অন্তত চার পুলিশ কর্মকর্তা আহত হন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বোগোটার মেয়র কার্লোস ফার্নান্দো গ্যালান জানান, মুখোশধারী হামলাকারীরা আগুন লাগানোর যন্ত্র, বিস্ফোরক এবং তীর-ধনুক ব্যবহার করে দূতাবাসে হামলা চালায়। আহত পুলিশ সদস্যদের মুখ, হাত ও পায়ে আঘাত লেগেছে বলে তিনি জানান।

প্রতিরক্ষা মন্ত্রণালয় দূতাবাসের বাইরে ঘটে যাওয়া বিশৃঙ্খলার কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায়—একজন কর্মকর্তার বাহুতে তীর বিদ্ধ অবস্থায় রয়েছে।

‘কংগ্রেসো দে লস পুয়েব্লোস’ (পিপলস কংগ্রেস) নামের বামপন্থী সংগঠনটি বিক্ষোভের নেতৃত্ব দেয়। সংগঠনের মুখপাত্র জিমি মোরেনো বলেন, “আমরা ট্রাম্পের ডানপন্থী এজেন্ডা এবং ল্যাটিন আমেরিকায় মার্কিন হস্তক্ষেপের প্রতিবাদ জানাতে এই কর্মসূচি আয়োজন করেছি।”

তিনি আরও বলেন, “আমরা ফিলিস্তিনে গণহত্যা, ক্যারিবীয় অঞ্চলে মার্কিন হুমকি ও ভেনিজুয়েলার বলিভার মডেলের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।”

দলটি সোমবার থেকেই বিক্ষোভ শুরু করলেও শুক্রবার তা সহিংস হয়ে ওঠে।

অন্যদিকে, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (আগে টুইটার) এক পোস্টে মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি লিখেছেন, “একটি উগ্রপন্থী দল দূতাবাস পাহারারত পুলিশকে আক্রমণ করেছে, যার মধ্যে বেশ কয়েকজন তরুণ কর্মকর্তা তীরের আঘাতে আহত হয়েছেন।”

বিক্ষোভকারীরা এক বিবৃতিতে সরকারের প্রতি ‘সাম্রাজ্যবাদ-বিরোধী ফ্রন্ট’ গঠনের আহ্বান জানিয়েছেন এবং প্রেসিডেন্ট পেট্রোর সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন।

কোন মন্তব্য নেই