গেট ফি বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে টানা চতুর্থদিন ট্রেইলার চলাচল বন্ধ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গেট ফি বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে টানা চতুর্থদিন ট্রেইলার চলাচল বন্ধ

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 গেট ফি বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে টানা চতুর্থদিন ট্রেইলার চলাচল বন্ধ


সংবাদের মূল অংশ:

চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পরিবহন টানা চতুর্থদিনেও বন্ধ রয়েছে। বন্দরের গেট ফি বাড়ানোর প্রতিবাদে কনটেইনারবাহী ট্রেইলার মালিক ও শ্রমিকরা গত ১৫ অক্টোবর থেকে পরিবহন বন্ধ রেখে আন্দোলন করছেন। এর ফলে বন্দর থেকে পণ্য খালাস ও সরবরাহ কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) পর্যন্ত ট্রেইলার চলাচল বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন। তিনি বলেন, “গেট ফি অযৌক্তিকভাবে বৃদ্ধি করায় সারা দেশে ট্রেইলার চলাচল বন্ধ রয়েছে। শুরুতে শুধু চট্টগ্রাম বন্দর ও বেসরকারি ডিপোগুলোর কিছু গাড়ি চলছিল, কিন্তু আজ থেকে সেগুলোর চলাচলও বন্ধ করে দিয়েছেন চালকরা।”

এ অবস্থায় বন্দরে জমে আছে হাজার হাজার কনটেইনার, যা ডেলিভারি ব্যাহত করছে। আমদানি-রপ্তানির পণ্য সরবরাহে দেখা দিয়েছে জটিলতা ও ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা।

প্রসঙ্গত, সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ট্রেইলার চলাচলের গেট ফি বৃদ্ধি করে নতুন হার নির্ধারণ করে। তবে মালিক-শ্রমিকদের দাবি, ফি বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক এবং তা তাদের ব্যবসায় অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

কোন মন্তব্য নেই