ফোর্বস তালিকায় ফের শীর্ষে রোনালদো, ইতিহাস গড়লেন তরুণ ইয়ামাল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফোর্বস তালিকায় ফের শীর্ষে রোনালদো, ইতিহাস গড়লেন তরুণ ইয়ামাল

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ফোর্বস তালিকায় ফের শীর্ষে রোনালদো, ইতিহাস গড়লেন তরুণ ইয়ামাল


 সংবাদের মূল অংশ:

বিশ্ব ফুটবলে আয় দিয়ে আবারও শীর্ষে ফিরলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি আরবের আল-নাসরের এই ফরোয়ার্ডই ২০২৫–২৬ মৌসুমে সবচেয়ে বেশি আয় করা ফুটবলার হিসেবে ফোর্বসের তালিকায় এক নম্বরে রয়েছেন।

মার্কিন অর্থনীতি বিষয়ক সাময়িকী ফোর্বস জানিয়েছে, রোনালদোর মোট আয় দাঁড়াচ্ছে প্রায় ২৮০ মিলিয়ন ডলার (প্রায় ৩ হাজার ৩৫০ কোটি টাকা)। এর মধ্যে ২৩০ মিলিয়ন ডলার তিনি পাবেন আল-নাসর ক্লাব থেকে, আর বাকি ৫০ মিলিয়ন ডলার বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন ও স্পনসরশিপ থেকে— যার মধ্যে আছে নাইকি, বিনান্স ও হার্বালাইফের মতো বৈশ্বিক প্রতিষ্ঠান।

গত এক দশকে এটি রোনালদোর ষষ্ঠবারের মতো বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হিসেবে শীর্ষে ওঠা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকার আয় প্রায় ১৩০ মিলিয়ন ডলার
তৃতীয় স্থানে আছেন করিম বেনজেমা (১০৪ মিলিয়ন, আল ইত্তিহাদ), চতুর্থ কিলিয়ান এমবাপ্পে (৯৫ মিলিয়ন, রিয়াল মাদ্রিদ) এবং পঞ্চম আর্লিং হালান্ড (৮০ মিলিয়ন, ম্যানচেস্টার সিটি)।

অন্যদিকে, ইনজুরি ও ক্লাব পরিবর্তনের কারণে এবার শীর্ষ দশ থেকে ছিটকে গেছেন নেইমার জুনিয়র। আল হিলাল ছেড়ে সান্তোসে ফেরায় তার আয় কমে দাঁড়িয়েছে মাত্র ৩৮ মিলিয়ন ডলার

তবে সবচেয়ে বড় চমক তরুণ প্রতিভা লামিন ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সেই প্রথমবারের মতো ফোর্বসের শীর্ষ আয় তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। বার্সেলোনার এই ডান উইঙ্গারের আয় ৪৩ মিলিয়ন ডলার। তরুণদের মধ্যে আরও রয়েছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম, যার আয় ৪৪ মিলিয়ন ডলার— তালিকায় নবম স্থানে।

ফোর্বসের হিসাবে, বিশ্বের সেরা দশ ফুটবলারের সম্মিলিত আয় ২০২৫–২৬ মৌসুমে দাঁড়াবে ৯৪৫ মিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় সামান্য কম হলেও ফুটবল এখনও বিশ্বের সবচেয়ে লাভজনক খেলাধুলার শীর্ষে রয়েছে।

কোন মন্তব্য নেই