গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার গ্যাস ছুড়ল পুলিশ
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার গ্যাস ছুড়ল পুলিশ
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ‘এএ ইয়ার্ন মিলস লিমিটেড’-এর শত শত শ্রমিক। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার জৈনাবাজার এলাকায় এ বিক্ষোভের ঘটনা ঘটে।
শ্রমিকদের আকস্মিক বিক্ষোভে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
শ্রমিকরা জানান, কারখানার সেপ্টেম্বর মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। কর্তৃপক্ষ ১০ অক্টোবর বেতন দেওয়ার আশ্বাস দিলেও তা বারবার পেছানো হয়েছে। আজও (বৃহস্পতিবার) বেতন না পেয়ে তারা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামে।
শ্রমিক মনিরা খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন,
“১০ অক্টোবর বেতন দেওয়ার কথা ছিল, আজও দিচ্ছে না। পেটের দায়ে রাস্তায় নেমেছি। পুলিশ টিয়ার গ্যাস মেরেছে, তবু আমরা বেতন চাই।”
আরেক শ্রমিক আরিফুল ইসলাম বলেন,
“পরিবার নিয়ে চরম কষ্টে আছি। বাড়িভাড়া, দোকানের বকেয়া—সব জমে গেছে। পাওনাদাররা হুমকি দিচ্ছে। এখন রাস্তায় নামা ছাড়া কোনো উপায় ছিল না।”
অন্যদিকে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মনির হোসেন বলেন,
“এক মাসের বেতন বকেয়া আছে। আজ পরিশোধের কথা ছিল, কিন্তু কিছু আর্থিক সমস্যার কারণে বিলম্ব হচ্ছে। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান,
“শ্রমিকদের বকেয়া বেতন নিয়ে কর্তৃপক্ষ বারবার সময় নিলেও আজ ছিল সর্বশেষ তারিখ। বেতন না মেলায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
ওসি আরও বলেন, শ্রমিক প্রতিনিধি ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে, যাতে দ্রুত বকেয়া বেতন পরিশোধ করে পরিস্থিতি স্বাভাবিক করা যায়।

কোন মন্তব্য নেই