ইসরায়েলি হুমকিতে তুরস্কের বিমান শক্তি জোরদার: ইউরোফাইটার ও এফ–৩৫ কেনায় তৎপর এরদোয়ান সরকার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইসরায়েলি হুমকিতে তুরস্কের বিমান শক্তি জোরদার: ইউরোফাইটার ও এফ–৩৫ কেনায় তৎপর এরদোয়ান সরকার

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ইসরায়েলি হুমকিতে তুরস্কের বিমান শক্তি জোরদার: ইউরোফাইটার ও এফ–৩৫ কেনায় তৎপর এরদোয়ান সরকার



নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪

ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কা এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা মাথায় রেখে নিজেদের আকাশ শক্তি জোরদারে তৎপর তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকার দ্রুত উন্নত যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

ন্যাটো সদস্য দেশ হিসেবে তুরস্কের সামরিক বাহিনী জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। দেশটি সম্প্রতি যুক্তরাজ্য ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে ৪০টি ইউরোফাইটার টাইফুন জেট কেনার বিষয়ে আলোচনা করছে। প্রাথমিকভাবে কাতার ও ওমানের কাছ থেকে ১২টি পুরোনো বিমান এবং পরবর্তীতে নতুন ২৮টি বিমান পেতে পারে তুরস্ক।

একইসঙ্গে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা সত্ত্বেও আঙ্কারা যুক্তরাষ্ট্রের এফ–৩৫ স্টেলথ ফাইটার জেট পাওয়ার আগ্রহও পুনর্ব্যক্ত করেছে। তবে রাশিয়ার কাছ থেকে এস–৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার কারণে যুক্তরাষ্ট্র ২০২০ সালে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, যা এফ–৩৫ প্রকল্পে বাধা সৃষ্টি করেছে।

সূত্র জানায়, এরদোয়ান কাতার ও ওমান সফরে ইউরোফাইটার কেনা বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। বিমান সংখ্যা, মূল্য নির্ধারণ এবং সরবরাহ সময়সূচিই আলোচনার মূল বিষয়। পরে এই বিষয়ে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল জানিয়েছেন, বার্লিন তুরস্কের যুদ্ধবিমান কেনার প্রচেষ্টা সমর্থন করছে।

এদিকে, পশ্চিমা নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হয়ে তুরস্ক নিজস্ব স্টেলথ ফাইটার ‘কান’ তৈরির উদ্যোগও জোরদার করেছে। তবে কর্মকর্তারা স্বীকার করেছেন, এফ–১৬ প্রতিস্থাপন ও সম্পূর্ণ সক্ষম বিমানবহর গঠনে আরও কয়েক বছর সময় লাগবে।

সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ইয়াঙ্কি বাগসিওলু বলেন, “তুরস্ককে এখনই ইউরোফাইটার, কান এবং এফ–১৬ জেটের প্রকল্পগুলো ত্বরান্বিত করতে হবে। আমাদের বর্তমান আকাশ প্রতিরক্ষা এখনো কাঙ্ক্ষিত স্তরে পৌঁছায়নি।”

কোন মন্তব্য নেই