২৫ বছর পর মেয়ের সঙ্গে এইচএসসি পাস করে দৃষ্টান্ত স্থাপন করলেন নাটোরের হান্নান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

২৫ বছর পর মেয়ের সঙ্গে এইচএসসি পাস করে দৃষ্টান্ত স্থাপন করলেন নাটোরের হান্নান

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

২৫ বছর পর মেয়ের সঙ্গে এইচএসসি পাস করে দৃষ্টান্ত স্থাপন করলেন নাটোরের হান্নান

নিজস্ব প্রতিবেদক | টাইমস এক্সপ্রেস ২৪
লালপুর (নাটোর) | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, বিকেল ৫:৩৬

২৫ বছর পর মেয়ের সঙ্গে একই বছরে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের আব্দুল হান্নান। শুধু তাই নয়, ফলাফলে তিনি নিজের মেয়ে হালিমা খাতুনকেও পেছনে ফেলেছেন।

এবারের এইচএসসি পরীক্ষায় বাবা হান্নান পেয়েছেন জিপিএ ৪.৩৩, আর মেয়ে হালিমা পেয়েছেন জিপিএ ৩.৭১। ফলাফল প্রকাশের পর তাঁদের এই সাফল্যের খবর এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয়রা এই বাবা-মেয়েকে অভিনন্দনে ভাসাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হন আব্দুল হান্নান। পরবর্তী সময়ে সংসারের দায়িত্বে ব্যস্ত হয়ে পড়লেও শেখার আগ্রহ কখনো হারাননি তিনি।

দীর্ঘ ২৫ বছর পর, ২০২৩ সালে রুইগাড়ি উচ্চবিদ্যালয় থেকে পুনরায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন তিনি। তখন মেয়ের সঙ্গে গোপনে পরীক্ষায় অংশ নেওয়া তাঁর বিষয়টি ফল প্রকাশের পর এলাকায় আলোচনার জন্ম দেয়।

২০২৫ সালে তিনি রাজশাহীর বাঘার কাকড়ামারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন, আর তাঁর মেয়ে হালিমা অংশ নেন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে। ফলাফলে দুজনেই উত্তীর্ণ হয়ে প্রমাণ করেছেন— বয়স কোনো বাধা নয়, ইচ্ছা থাকলে শেখা সম্ভব।

হালিমা খাতুন বলেন,

“বাবার শেখার ইচ্ছাশক্তিই আমাকে অনুপ্রাণিত করেছে। আমরা চাই একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা শেষ করতে।”

অন্যদিকে আব্দুল হান্নান বলেন,

“ছোটবেলায় দারিদ্র্যের কারণে পড়াশোনা শেষ করতে পারিনি। মেয়েকে পড়াতে গিয়ে নিজের পড়ার আগ্রহ ফিরে পাই। বয়স নয়, ইচ্ছাই বড়—আমি সেটাই প্রমাণ করেছি।”

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন,

“এটি সত্যিই অনুপ্রেরণাদায়ক ঘটনা। বাবা-মেয়ে একসঙ্গে এইচএসসি পাস করেছেন—এটি সমাজে শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করবে।”

কোন মন্তব্য নেই