প্রকৃত দুস্থ ও বয়স্ক নাগরিকদের ভাতার আওতায় আনতে হালনাগাদ ডাটাবেজের নির্দেশ সমাজকল্যাণ উপদেষ্টার
প্রকৃত দুস্থ ও বয়স্ক নাগরিকদের ভাতার আওতায় আনতে হালনাগাদ ডাটাবেজের নির্দেশ সমাজকল্যাণ উপদেষ্টার
জ্যেষ্ঠ প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “বয়স্কভাতা কার্যক্রমে প্রকৃত দুস্থ ও যোগ্য বয়স্ক নাগরিকদের অন্তর্ভুক্ত করতে হবে। যাদের ত্রুটি পাওয়া যাবে, তাদের বাদ দিয়ে প্রকৃত ভাতাভোগীদের হালনাগাদ ডাটাবেজ তৈরি করতে হবে।”
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত বয়স্ক ভাতার সুবিধাভোগীদের তালিকা হালনাগাদকরণ সংক্রান্ত এক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় ৮টি উপজেলায় পাইলটিং কার্যক্রম পরিচালনা পদ্ধতি (Methodology) পর্যালোচনা করা হয়।
উপদেষ্টা জানান, “১৯৯৭-৯৮ অর্থবছরে বয়স্কভাতাভোগীর সংখ্যা ছিল মাত্র চার লাখ। বর্তমানে তা ৬১ লাখে পৌঁছেছে, যা একটি বড় মাইলফলক।”
তিনি বলেন, “সরকার প্রতিবছর সামাজিক নিরাপত্তা খাতে বিপুল অর্থ বরাদ্দ করলেও অনেক দরিদ্র মানুষ এখনো এসব সুবিধা থেকে বঞ্চিত। ভাতাভোগী নির্বাচন ও বিতরণে কিছু অনিয়ম রয়েছে। তাই প্রকৃত ভাতাভোগীদের তালিকা হালনাগাদ করার লক্ষ্যে ৮টি উপজেলায় পাইলট প্রকল্প শুরু হয়েছে, যা ধীরে ধীরে সারাদেশে সম্প্রসারিত হবে।”
শারমীন এস মুরশিদ আরও বলেন, “জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে প্রকৃত দুস্থ ও বয়স্ক নাগরিকদের ভাতার আওতায় আনতে হবে। অযোগ্য ভাতাভোগী চিহ্নিত হলে তাদের বাদ দিয়ে নতুন যোগ্যদের অন্তর্ভুক্ত করতে হবে।”
সভায় জানানো হয়, এই কার্যক্রমে এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম)-এর মাধ্যমে তথ্য হালনাগাদ ও বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে। এছাড়া PMT Score (Proxy Means Test) এর ভিত্তিতে স্বচ্ছ তালিকা প্রণয়ন করা হবে।
পাইলটিং কার্যক্রমের আওতায় রয়েছে—বরিশালের মেহেন্দিগঞ্জ, সাতক্ষীরার শ্যামনগর, সুনামগঞ্জের তাহিরপুর, ময়মনসিংহের গৌরিপুর, রংপুরের তারাগঞ্জ, নওগাঁর নেয়ামতপুর, খাগড়াছড়ির রামগড় এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলা।
সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই