ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা ২০২৫: ফরম পূরণ শুরু, জেনে নিন সময়সূচি ও নিয়মাবলি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা ২০২৫: ফরম পূরণ শুরু, জেনে নিন সময়সূচি ও নিয়মাবলি

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা ২০২৫: ফরম পূরণ শুরু, জেনে নিন সময়সূচি ও নিয়মাবলি



নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪

ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বুধবার (২২ অক্টোবর) থেকে ফরম পূরণ কার্যক্রম শুরু হয়ে চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। তবে বোর্ড ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ অক্টোবর।

বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফি জমা দেওয়ার পরই অনলাইনে নতুন এন্ট্রি অপশন চালু হবে। নির্ধারিত সময়ের মধ্যেই ইবতেদায়ি পঞ্চম শ্রেণি বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফরম পূরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করতে পারবে।

প্রত্যেক পরীক্ষার্থীর জন্য ৪০০ টাকা বোর্ড ফি অনলাইনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুকূলে জমা দিতে হবে। পাশাপাশি ২০০ টাকা কেন্দ্র ফি সংশ্লিষ্ট মাদ্রাসায় জমা দিতে হবে। অংশগ্রহণকারী সব পরীক্ষার্থীর কেন্দ্র ফি মাদ্রাসাপ্রধানের মাধ্যমে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবের অনুকূলে জমা দিতে হবে।

কোন মন্তব্য নেই