চীনের প্রতিক্রিয়া: যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়ার বিরল খনিজ জোটে কী বলল বেইজিং - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চীনের প্রতিক্রিয়া: যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়ার বিরল খনিজ জোটে কী বলল বেইজিং

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চীনের প্রতিক্রিয়া: যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়ার বিরল খনিজ জোটে কী বলল বেইজিং



অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

বিরল খনিজে চীনের আধিপত্য কমাতে অস্ট্রেলিয়ার সঙ্গে ৮৫০ কোটি ডলারের একটি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (২০ অক্টোবর) ওয়াশিংটনে এ চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চীন। খবর সিএনবিসির।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, ‘খনিজ সম্পদ সমৃদ্ধ দেশগুলো শিল্প ও সরবরাহ শৃঙ্খলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সক্রিয় ভূমিকা নেবে—এটাই বৈশ্বিক অর্থনীতির স্বাভাবিক পথ।’

চীনের প্রতিক্রিয়ায় কোনো উদ্বেগ নয়, বরং নিজেদের অর্থনৈতিক সক্ষমতার প্রতি আস্থাই স্পষ্টভাবে ফুটে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিরল খনিজ খাতে চীনের প্রভাব কমাতে পশ্চিমা দেশগুলোর অন্তত এক দশক সময় লাগবে। কারণ চীন শুধু খনি নয়, বরং খনিজ প্রক্রিয়াকরণ, পরিশোধন ও ম্যাগনেট উৎপাদনের পুরো শৃঙ্খল নিয়ন্ত্রণ করে রেখেছে।

বর্তমানে বৈশ্বিক বিরল খনিজ উৎপাদনের প্রায় ৭০ শতাংশ এবং প্রক্রিয়াকরণের ৯০ শতাংশই চীনের দখলে রয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র–অস্ট্রেলিয়া চুক্তি ইঙ্গিত দিচ্ছে যে পশ্চিমা বিশ্ব এখন চীনের বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে মনোযোগী হচ্ছে এবং এ লক্ষ্য বাস্তবায়নে বড় বিনিয়োগের প্রস্তুতিও নিচ্ছে।

আল–জাজিরার তথ্যমতে, যুক্তরাষ্ট্র বছরে প্রায় ১০ হাজার টন ও ইউরোপ ২৫ হাজার টন বিরল খনিজ চুম্বক চীন থেকে আমদানি করে। আগামী দশকে এই চাহিদা আরও বহুগুণে বৃদ্ধি পাবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কোন মন্তব্য নেই