চট্টগ্রামের উইকেটে রানের আশা ক্যারিবীয় অধিনায়ক শেই হোপের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চট্টগ্রামের উইকেটে রানের আশা ক্যারিবীয় অধিনায়ক শেই হোপের

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চট্টগ্রামের উইকেটে রানের আশা ক্যারিবীয় অধিনায়ক শেই হোপের



ক্রীড়া প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, সোমবার

চট্টগ্রামের উইকেট মানেই রান উৎসব—এমনটাই মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শেই হোপ। বিপিএলে নিয়মিত খেলায় বাংলাদেশে পরিচিত এই ক্যারিবীয় ব্যাটার জানিয়েছেন, চট্টগ্রামের উইকেট ব্যাটসম্যানদের জন্য সবসময়ই অনুকূল।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট পরিদর্শন শেষে হোপ বলেন,
“আমি যখনই চট্টগ্রামে আসি, ব্যাটসম্যান হিসেবে ব্যাট করার জন্য এটি বেশ ভালো উইকেট। চোখে দেখলেই বোঝা যায়, উইকেট ঠিক আছে। তবে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত বল কীভাবে আচরণ করবে, সেটাই মূল বিষয়। কখনও স্পিন, কখনও স্কিড—এসব বুঝে খেলতে হবে।”

ঢাকার মিরপুরে কালো মাটির উইকেট নিয়ে সমালোচনার পর চট্টগ্রামের রানমুখর উইকেট নিয়েই এখন আশাবাদী ব্যাটাররা। হোপও তাই রান করার প্রত্যাশা করছেন সাগরপাড়ের এই মাঠে।

বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস অবশ্য উইকেট নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছেন না। তিনি বলেন,
“চট্টগ্রামে সাধারণত ভালো উইকেট পাওয়া যায়। তবে সারফেসের আচরণ তো আমাদের নিয়ন্ত্রণে নেই। ভালো উইকেট হলে আমরা রান করার চেষ্টা করব, আর কঠিন হলে লড়াই করব।”

বাংলাদেশ সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছে। সর্বশেষ চারটি দ্বিপক্ষীয় সিরিজেই জয় এসেছে টাইগারদের ঘরে। যদিও এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতা কিছুটা হতাশ করেছিল, তবে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড সিরিজে সেই ঘাটতি পুষিয়ে দেওয়ার প্রত্যাশা করছে দল।

বিশ্বকাপের আগে ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে পারলে বাংলাদেশ আবারও বড় মঞ্চে চমক দেখাতে পারে—এমনটাই আশা ক্রিকেট বিশ্লেষকদের।

কোন মন্তব্য নেই