‘মিট দ্য প্রেস’-এর পেছনের পথপ্রদর্শক নারী: মার্থা জেন রাউন্ট্রির অনুপ্রেরণামূলক গল্প

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
‘মিট দ্য প্রেস’-এর পেছনের পথপ্রদর্শক নারী: মার্থা জেন রাউন্ট্রির অনুপ্রেরণামূলক গল্প
টাইমস এক্সপ্রেস ২৪ ডেস্ক:
আমেরিকার ইতিহাসে দীর্ঘকাল ধরে প্রচারিত রাজনৈতিক টক শো ‘মিট দ্য প্রেস’ শুধু একটি টেলিভিশন অনুষ্ঠান নয়—এটি গণমাধ্যমের মানদণ্ড হয়ে উঠেছিল। আর এই জনপ্রিয় অনুষ্ঠানের পেছনে ছিলেন এক অনন্য নারী, মার্থা জেন রাউন্ট্রি, যিনি ছিলেন এর কো-ক্রিয়েটর এবং প্রথম নারী মডারেটর।
যে সময়টিতে মিডিয়া ও টেলিভিশন জগৎ প্রায় সম্পূর্ণভাবে পুরুষ-প্রাধান্যশীল ছিল, সেই সময়েই মার্থা নিজের মেধা, সাহস ও দৃঢ়তায় জায়গা করে নিয়েছিলেন। ১৯৪৫ সালে তিনি তৈরি করেন ‘লিভ ইট টু দ্য গার্লস’, যুক্তরাষ্ট্রের প্রথম রেডিও প্যানেল শো যেখানে শুধুমাত্র নারীরাই ছিলেন আলোচক। এই অনুষ্ঠানের মাধ্যমে নারীরা প্রথমবারের মতো সমাজ ও রাজনীতি বিষয়ে খোলামেলা মত প্রকাশের সুযোগ পান।
সহকর্মীরা তাঁকে ভালোবেসে বলতেন—“A diesel engine under a lace handkerchief”—অর্থাৎ মার্জিত চেহারার আড়ালে লুকানো এক শক্তিশালী ও নির্ভীক নারী। তাঁর কঠোর পরিশ্রম ও পেশাদারিত্ব তাঁকে নিয়ে যায় আমেরিকান টেলিভিশনের অগ্রণী নারীদের কাতারে।
১৯৫১ সালে মার্থা পান ন্যাশনাল ফ্র্যাটারনিটি ফর উইমেন ইন জার্নালিজম-এর সম্মাননা, যেখানে তাঁকে ঘোষণা করা হয় টেলিভিশন অনুষ্ঠানের ‘অসামান্য নারী’ হিসেবে।
১৯১১ সালের ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জন্ম নেওয়া এই অনুপ্রেরণামূলক নারী ১৯৯৯ সালের ২৩ আগস্ট ওয়াশিংটন ডিসিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তাঁর রেখে যাওয়া উত্তরাধিকার আজও টেলিভিশন সাংবাদিকতার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে স্মরণীয়।
কোন মন্তব্য নেই