স্থায়ী যুদ্ধবিরতির বল আফগান তালেবানের মাঠে: পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্কেত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

স্থায়ী যুদ্ধবিরতির বল আফগান তালেবানের মাঠে: পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্কেত

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত





স্থায়ী যুদ্ধবিরতির বল আফগান তালেবানের মাঠে: পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্কেত

আন্তর্জাতিক ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪ | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫

পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর ঘোষিত ৪৮ ঘণ্টার বিরতির পরে স্থায়ী যুদ্ধবিরতির দায়িত্ব এখন ‘আফগান তালেবানের কোর্টে’— তারা যদি ৪৮ ঘণ্টার মধ্যে যৌক্তিক দাবি মেনে চলার ইচ্ছা দেখায়, তবে পাকিস্তান আলোচনার জন্য প্রস্তুত থাকবে। 

প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার বৈঠকে আরও বলেছে, পাকিস্তানি তালেবান (টিটিপি) জঙ্গিদের নির্মূল করতে হবে এবং আফগান ভূখণ্ড যেন পাকিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনার জন্য ব্যবহৃত না হয়— এই শর্তগুলো মেনে চলাটা জরুরি। 

গত কয়েক দিনের সীমান্ত সংঘর্ষের পর ইসলামাবাদ ও কাবুলের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠায় দুপক্ষ আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার লক্ষ্যে ৪৮ ঘণ্টার সময়ের জন্য অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা আসে। আন্তর্জাতিক সংবাদের রিপোর্টে বলা হয়েছে, ওই সংঘর্ষে বেশ কিছু জনহানি ও আহত ঘটনা ঘটেছে এবং অঞ্চলটিতে মানবিক ক্ষতিও রেকর্ড করা হয়েছে।

পাকিস্তান সরকারের বক্তব্য— যদি আফগান তালেবান এই বিরতির সময়ে “জয়েন্ট ইস্যু সমাধানে” তৎপর হয়ে উঠে এবং কাবুল তাদের সার্বভৌম ভূখণ্ডে পাকিস্তানের নিরাপত্তার ওপর হুমকি তৈরি করে এমন জঙ্গি গোষ্ঠীকে নিরুৎসাহিত করে, তাহলে ইসলামাবাদ আলোচনায় যাবে। নইলে সীমান্ত নিরপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতেই পাকিস্তান প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রাখবে, এমন হুঁশিয়ারিও তিনি দিয়েছেন। 

বিশ্বপ্রেস ও বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে দুই পক্ষকেই সংলাপে ফিরিয়ে এনে সহনশীল সমাধান বের করা প্রয়োজন—নাহলে সীমান্তে টানাপোড়েন দ্রুত আরও তীব্র হয়ে উঠতে পারে এবং আন্তর্জাতিকভাবে অঞ্চলের স্থিতিশীলতাকে ক্ষতির মুখে ফেলতে পারে।

কোন মন্তব্য নেই