সংসদ ভবন এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ: ‘জুলাই জাতীয় সনদ’ অনুষ্ঠান ঘিরে কঠোর নিরাপত্তা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সংসদ ভবন এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ: ‘জুলাই জাতীয় সনদ’ অনুষ্ঠান ঘিরে কঠোর নিরাপত্তা

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সংসদ ভবন এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ: ‘জুলাই জাতীয় সনদ’ অনুষ্ঠান ঘিরে কঠোর নিরাপত্তা

অনলাইন ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪ | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় সব ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে সরকার। অনুষ্ঠানকে ঘিরে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সরকারি বার্তায় এ নির্দেশনা জানানো হয়।

সরকারি বার্তায় বলা হয়েছে, শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসময় সংসদ ভবন ও আশপাশের এলাকায় কোনো ধরনের ড্রোন বা উড়োজাহাজ জাতীয় ডিভাইস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

এদিকে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক বিশেষ বার্তায় দেশের জনগণকে এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন,

“আমরা দেশের সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের আহ্বান জানাচ্ছি। দেশের প্রতিটি মানুষকে বলছি— আপনি যেখানেই থাকুন, ঘরে বা পথে, দোকানে, কারখানায়, মাঠে বা খেলাধুলার প্রাঙ্গণে— এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন।”

প্রধান উপদেষ্টা আরও বলেন,

“রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত ভিন্নতা সত্ত্বেও আমরা সবাই এক ও অভিন্ন জাতি। এটাই আমাদের ঐক্যের সময়, গর্বের সময়, এবং নতুন প্রেরণা পাওয়ার ঐতিহাসিক দিন।”

জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সংসদ ভবন এলাকায় প্রবেশ ও চলাচলেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

কোন মন্তব্য নেই