দাবাং’ পরিচালক অভিনব কাশ্যপের বিস্ফোরক দাবি: সালমান ও আরবাজ পরস্পরকে ঘৃণা করেন! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দাবাং’ পরিচালক অভিনব কাশ্যপের বিস্ফোরক দাবি: সালমান ও আরবাজ পরস্পরকে ঘৃণা করেন!

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

দাবাং’ পরিচালক অভিনব কাশ্যপের বিস্ফোরক দাবি: সালমান ও আরবাজ পরস্পরকে ঘৃণা করেন!


টাইমস এক্সপ্রেস ২৪

বলিউডের ভাইজান সালমান খান ও তার ভাই আরবাজ খান—দুজনেই জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক। পর্দায় কিংবা পারিবারিক অনুষ্ঠানে তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দৃশ্য বহুবার দেখা গেছে। কিন্তু এবার ‘দাবাং’ সিনেমার পরিচালক অভিনব কাশ্যপ দাবি করলেন, দুই ভাইয়ের সম্পর্ক মোটেও যেমন দেখা যায় তেমন নয়—বরং তারা একজন আরেকজনকে ঘৃণা করেন!

 ‘দাবাং’-এর শুটিংয়ের চাঞ্চল্যকর ঘটনা

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত সালমান-আরবাজ অভিনীত সুপারহিট সিনেমা ‘দাবাং’-এর শুটিংয়ের সময়কার একাধিক ঘটনার কথা প্রকাশ করেছেন পরিচালক অভিনব কাশ্যপ।
বলিউড থিকানাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন—
“এক রাতে সালমান খান আমার রুমে আসে, তখন সময় রাত ১টা ৩০ মিনিট। সে দেখে আরবাজের একটি চেজ সিন আছে, আর সেটি পুরো কেটে দেয়। কারণ সালমান অনিরাপদ বোধ করছিল এবং নিজেকে বেশি ফুটিয়ে তুলতে চেয়েছিল।”


 ‘ভাইয়ের দিকে বাসন ছুড়ে মেরেছিল সালমান’

অভিনবের দাবি, ‘দাবাং’ শুটিং সেটে সালমান ও আরবাজের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়েছিল। তিনি বলেন,
“একবার সালমান তার ভাই আরবাজের দিকে বাসনপত্র ছুড়ে মেরেছিল। আমি থামাতে গিয়েছিলাম, কিন্তু সে বলল—‘তুমি এখানে নেই’, মানে আমাকে দূরে থাকতে বলে।”


 ‘মুন্নি বদনাম’ গান নিয়েও মতবিরোধ

সিনেমার জনপ্রিয় গান ‘মুন্নি বদনাম’ নিয়েও মতপার্থক্য দেখা দিয়েছিল। অভিনব কাশ্যপ বলেন—
“মালাইকা অরোরাকে গানটিতে নেওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন আরবাজ। তিনি ভেবেছিলেন গানটি অশ্লীল হবে। কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম।”
উল্লেখ্য, গানটিতে পারফর্ম করে মালাইকা ব্যাপক জনপ্রিয়তা পান।


 অপহরণের অভিযোগ!

অভিনব কাশ্যপ আরও অভিযোগ করেন, সালমান খান নাকি ‘দাবাং’-এর এডিটরকে তার ফার্মহাউজে দুই দিন ধরে আটকে রেখেছিলেন, যাতে সিনেমার সম্পাদনা কাজ তার নিয়ন্ত্রণে থাকে।


 সালমানের প্রতিক্রিয়া

অভিনবের এসব মন্তব্যে বলিউডে তোলপাড় শুরু হলেও সালমান বা আরবাজ কেউই সরাসরি কোনো প্রতিক্রিয়া দেননি। তবে সম্প্রতি ‘বিগ বস’-এর মঞ্চে সালমান খান ইঙ্গিতপূর্ণভাবে বলেন—
“অনেকেই কাজ না থাকলে পডকাস্টে বসে গল্প বানায়। সময় নষ্ট না করে কাজে মন দিন। জীবনে যা-ই হোক, উঠে দাঁড়ান, গোসল করুন, আর কাজে ফিরে যান।”


 সম্পর্কিত খবর:

  • [সালমানকে অনেকে ভয় পান: এলি]

  • [অরিজিতের সঙ্গে দ্বন্দ্ব, ভুল স্বীকার করলেন সালমান]

কোন মন্তব্য নেই