সাপ্তাহিক রাশিফল (২৫–৩১ অক্টোবর): জানুন এই সপ্তাহে আপনার ভাগ্যে কী অপেক্ষা করছে
%20%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%A8%20%E0%A6%8F%E0%A6%87%20%E0%A6%B8%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%87%20%E0%A6%86%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%20%E0%A6%95%E0%A7%80%20%E0%A6%85%E0%A6%AA%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%20%E0%A6%95%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87.jpg)
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সাপ্তাহিক রাশিফল (২৫–৩১ অক্টোবর): জানুন এই সপ্তাহে আপনার ভাগ্যে কী অপেক্ষা করছে
জ্যোতিষ বিশ্লেষণ: ড. চিন্ময় চৌধুরী মিথুন
নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
সাফল্য অর্জনের জন্য শুধু পরিশ্রমই যথেষ্ট নয়—দরকার সঠিক পরিকল্পনা, ধৈর্য ও সচেতনতা। চলতি সপ্তাহে রাশিচক্র অনুযায়ী গ্রহগত অবস্থান কী বলছে, জানুন বিখ্যাত জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন–এর ভবিষ্যদ্বাণীতে।
মেষ (২১ মার্চ–২০ এপ্রিল):
অহেতুক ভয় থেকে দূরে থাকুন। ব্যবসায়িক বিনিয়োগে সফলতা পাবেন। শারীরিক ও মানসিক বিশ্রাম নিন। আর্থিক চাপ বাড়লেও পুরোনো সমস্যা মিটে যেতে পারে। প্রিয়জনের সান্নিধ্যে আনন্দ পাবেন।
বৃষ (২১ এপ্রিল–২১ মে):
শারীরিক বিষয়ে সতর্ক থাকুন। সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে। আর্থিক যোগাযোগে শুভ ফল পাবেন। পরিবারের কারো অসুস্থতায় ব্যয় বাড়তে পারে। ভ্রমণ সৌভাগ্য বয়ে আনবে।
মিথুন (২২ মে–২১ জুন):
মতবিরোধ এড়িয়ে চলুন। পেশাগত কাজে প্রশংসা পাবেন। গোপনীয়তা বজায় রাখুন। প্রেম ও রোমান্টিক যোগাযোগে শুভ সময়।
কর্কট (২২ জুন–২৩ জুলাই):
আর্থিক বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। দিনের শুরুতে মানসিক অস্থিরতা থাকলেও বিকেলে স্বস্তি পাবেন। দাম্পত্য সম্পর্কে সচেতন থাকুন। কর্মজীবনে উন্নতির সম্ভাবনা আছে।
সিংহ (২৩ জুলাই–২৩ আগস্ট):
আয়-ব্যয়ের ভারসাম্য রাখতে হিমশিম খেতে পারেন। মানসিক চাপে স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য কলহ বাড়তে পারে। কাজের জায়গায় ধীর অগ্রগতি হলেও ফল ইতিবাচক হবে।
কন্যা (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর):
কথাবার্তায় সংযম বজায় রাখুন। কর্মক্ষেত্রে সম্মান ও মর্যাদা বাড়বে। দাম্পত্য জীবনে কিছু সমস্যার ইঙ্গিত। বিদেশে অবস্থানরত সন্তানের বিষয়ে চিন্তা বাড়বে।
তুলা (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর):
অতিরিক্ত আবেগ মানসিক চাপ বাড়াবে। গবেষণা বা উচ্চশিক্ষায় সফলতা আসতে পারে। কর্মক্ষেত্রে চাপ থাকলেও অধ্যবসায় বজায় রাখলে উন্নতি সম্ভব। আর্থিক দিক কিছুটা অনিশ্চিত।
বৃশ্চিক (২৪ অক্টোবর–২২ নভেম্বর):
কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়াতে শান্ত থাকুন। শত্রুতামূলক আচরণ থেকে সতর্ক থাকুন। পারিবারিক বিষয়ে ধৈর্য ধরলে ফল মিলবে। রাগ নিয়ন্ত্রণ জরুরি।
ধনু (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর):
অপ্রত্যাশিত ব্যয়ে আর্থিক চাপ বাড়বে। কাজের জায়গায় কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হতে পারে। ধীরস্থিরভাবে সিদ্ধান্ত নিন। প্রেমজ সম্পর্ক ভালো থাকবে।
মকর (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি):
দীর্ঘসূত্রিতা এড়িয়ে চলুন। হঠাৎ কোনো উৎস থেকে অর্থলাভ হতে পারে। পেশাজীবীরা সুনাম অর্জন করবেন। মানসিক চাপ বাড়তে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি):
ব্যতিক্রমধর্মী কাজে সাফল্য পাবেন। পারিবারিক ও কর্মক্ষেত্রে চাপ থাকবে। বিদেশ সংক্রান্ত যোগাযোগ শুভ। ব্যয় নিয়ন্ত্রণে রাখুন।
মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ):
মানসিক উদারতার জন্য প্রশংসা পাবেন। অর্থ নিয়ে উদ্বেগ থাকলেও সপ্তাহের শেষে স্বস্তি আসবে। সামাজিক ও আনন্দ ভ্রমণের সুযোগ মিলতে পারে।
সাপ্তাহিক পরামর্শ:
নিজের শক্তির জায়গায় ফোকাস করুন, অপ্রয়োজনীয় উদ্বেগ থেকে দূরে থাকুন। ইতিবাচক চিন্তা আপনার ভাগ্য বদলে দিতে পারে।
কোন মন্তব্য নেই