যুক্তরাষ্ট্রে জঙ্গলে করপোরেট জেট বিধ্বস্ত: তিন আরোহীর মৃত্যু
যুক্তরাষ্ট্রে জঙ্গলে করপোরেট জেট বিধ্বস্ত: তিন আরোহীর মৃত্যু
অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, রাত ৯:৪০
যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের বাথ টাউনশিপের ঘন জঙ্গলে একটি করপোরেট জেট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের তিন আরোহীই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাথ টাউনশিপের আকাশে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। মুহূর্তেই ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে চারপাশে। আতঙ্কিত হয়ে স্থানীয়রা জরুরি সেবা সংস্থায় খবর দেন।
বাথ টাউনশিপ ফায়ার ডিপার্টমেন্ট ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করে। বাথ টাউনশিপের তত্ত্বাবধায়ক রায়ান ফেভিন্স-ব্লিস এক বিবৃতিতে জানান, “বিমানটিতে মোট তিনজন আরোহী ছিলেন, এবং দুঃখজনকভাবে কেউই বেঁচে নেই।”
বিমান সম্পর্কে তথ্য
দুর্ঘটনাগ্রস্ত বিমানটি হকার ৮০০এক্সপি মডেলের, যা মেক্সিকোতে নিবন্ধিত একটি টুইন-ইঞ্জিন করপোরেট জেট। এটি এরিও লাইনাস ডেল সেন্ট্রো এসএ নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করত।
ফ্লাইটটি ব্যাটল ক্রিক–ডব্লিউকে কেলগ আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। তবে এটি কোথায় যাচ্ছিল এবং কারা যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত নয়।
তদন্ত চলছে
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) যৌথভাবে দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডেইলি বিস্ট জানিয়েছে, প্রাথমিক তদন্ত শেষে কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য প্রকাশ করবে।
বর্তমানে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছে এবং নিহতদের মরদেহ শনাক্তের চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই