২৪ ঘণ্টায় নতুন ৫১০ জন ডেঙ্গুতে আক্রান্ত, মৃত্যুহীন দিন দেশে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

২৪ ঘণ্টায় নতুন ৫১০ জন ডেঙ্গুতে আক্রান্ত, মৃত্যুহীন দিন দেশে

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
২৪ঘণ্টায় নতুন ৫১০ জন ডেঙ্গুতে আক্রান্ত, মৃত্যুহীন দিন দেশে

অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, রাত ৮:৩০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আরও ৫১০ জন আক্রান্ত হয়েছেন। তবে স্বস্তির খবর হলো, এ সময়ে কেউ মারা যাননি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে—

  • ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ১৮১ জন

  • ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়: ১১৬ জন

  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়: ৩৬ জন

  • চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৮৮ জন

  • বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ৬৫ জন

  • ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে): ২৪ জন

এদিকে একই সময়ে ৫২৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ৫৫ হাজার ৩৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

 এ বছরের সামগ্রিক পরিসংখ্যান

২০২৫ সালের ১৭ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৫৮ হাজার ২৮০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬১ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৮ শতাংশ নারী
এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৪৩ জনের, যদিও সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যু হয়নি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা-পরবর্তী সময়েও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। তাই মশার প্রজনন রোধে সতর্কতা ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তারা।

কোন মন্তব্য নেই