দেশজুড়ে পরিবেশ অধিদফতরের অভিযান: পলিথিন জব্দ, জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দেশজুড়ে পরিবেশ অধিদফতরের অভিযান: পলিথিন জব্দ, জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

দেশজুড়ে পরিবেশ অধিদফতরের অভিযান: পলিথিন জব্দ, জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন



নিজস্ব প্রতিবেদক | টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, অনলাইন ভার্সন

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় শব্দদূষণ, বায়ুদূষণ এবং নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগবিরোধী অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর। এসব অভিযানে মোট ৮৬ হাজার টাকা জরিমানা আদায়, একটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

রাজধানীর হাতিরঝিল এলাকায় যানবাহনের শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদফতর ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ২৮টি বাসে শব্দমাত্রা পরীক্ষা করে ৬টি মামলায় ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ।

একই দিনে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ উৎপাদন ও মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টি.এম. রাহসিন কবিরের নেতৃত্বে র‌্যাব-১১ ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের নিয়ে পরিচালিত অভিযানে এস. এম. প্যাকেজিং নামের একটি প্রতিষ্ঠানে প্রায় ৮২৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়।

এছাড়া, পঞ্চগড়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ অভিযানে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে অতিরিক্ত শব্দের হর্ন ব্যবহারের অপরাধে তিনটি ট্রাক চালককে ১,৫০০ টাকা জরিমানা এবং ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

তদুপরি, অপরিচ্ছন্নভাবে নির্মাণ সামগ্রী পরিবহনের মাধ্যমে বায়ুদূষণ সৃষ্টির অপরাধে আরও দুই ট্রাক চালককে ২,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ আলী।

পরিবেশ অধিদফতর জানিয়েছে, শব্দদূষণ, বায়ুদূষণ এবং নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান সারা দেশে নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই