মার্কিন নিষেধাজ্ঞায় রাশিয়ার তেল কোম্পানিগুলোর ওপর চাপ, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫% - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মার্কিন নিষেধাজ্ঞায় রাশিয়ার তেল কোম্পানিগুলোর ওপর চাপ, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫%

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মার্কিন নিষেধাজ্ঞায় রাশিয়ার তেল কোম্পানিগুলোর ওপর চাপ, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫%



অনলাইন ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, অনলাইন ভার্সন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক লাফে বেড়েছে প্রায় ৫ শতাংশ। ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় রাশিয়ার দুটি বড় তেল কোম্পানি — রসনেফটলুকঅয়েল — এর ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের পরই এ মূল্যবৃদ্ধি ঘটেছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৫ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬৫ দশমিক ৭৫ ডলার, আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দাম বেড়ে হয়েছে ৬১ দশমিক ৫৩ ডলার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় কোনো অগ্রগতি হচ্ছে না। তাই এই পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।”

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি করেছে, যার প্রভাবেই তেলের দাম দ্রুত বেড়ে গেছে।

এদিকে, নিষেধাজ্ঞার জেরে রুশ তেল আমদানি কমাতে শুরু করেছে ভারত। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে ভারত রুশ তেলের অন্যতম বৃহৎ ক্রেতা হলেও, এখন আমদানির হার উল্লেখযোগ্যভাবে কমানো হচ্ছে।

চলতি বছরের প্রথম ৯ মাসে ভারত দৈনিক গড়ে ১৭ লাখ ব্যারেল রুশ তেল আমদানি করেছিল। তবে নতুন নিষেধাজ্ঞার কারণে ভারতীয় কোম্পানিগুলো এখন বিকল্প সরবরাহ উৎসের দিকে নজর দিচ্ছে।

ভারতের বৃহত্তম বেসরকারি রিফাইনারি প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, রাশিয়া থেকে তেল আমদানি “বড় পরিসরে কমানো বা পুরোপুরি বন্ধ করার” পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, “আমরা ভারত সরকারের নির্দেশনার সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্য রেখে কাজ করছি এবং আমদানির পুনর্বিন্যাস প্রক্রিয়া চলছে।”

কোন মন্তব্য নেই