গাজায় তুর্কি সেনা মোতায়েনে কড়া ‘না’ নেতানিয়াহুর — জাতিসংঘ পরিকল্পনায় নতুন উত্তেজনা

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
গাজায় তুর্কি সেনা মোতায়েনে কড়া ‘না’ নেতানিয়াহুর — জাতিসংঘ পরিকল্পনায় নতুন উত্তেজনা
অনলাইন ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, অনলাইন ভার্সন
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিসরের নেতৃত্বে একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনের পরিকল্পনা করছে। এই বাহিনীতে মিসর, তুরস্ক, ইন্দোনেশিয়া ও আজারবাইজানকে মূল সৈন্যদাতা দেশ হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
তবে এই পরিকল্পনার বিরোধিতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গাজায় কোনো তুর্কি সেনা মোতায়েনের অনুমতি দেওয়া হবে না।
ইসরায়েলি দৈনিক দ্য জেরুজালেম পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, মিসরের গোয়েন্দা সংস্থার প্রধান হাসান মাহমুদ রাশাদ ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-এর সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন নেতানিয়াহু।
নেতানিয়াহু বলেন, “আমরা তুর্কি সেনাদের গাজায় প্রবেশের অনুমতি দেব না।”
তিনি আরও বলেন, “গাজা শাসনে মৌলিক পরিবর্তন না আনলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) অংশ নিতে পারবে না, আর হামাস কোনোভাবেই নতুন প্রশাসনের অংশ হতে পারবে না।”
বিশ্লেষকরা মনে করছেন, নেতানিয়াহুর এই অবস্থান গাজায় যুদ্ধ-পরবর্তী প্রশাসন গঠন নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক আলোচনাকে আরও জটিল করে তুলবে।
জাতিসংঘের প্রাথমিক অনুমান অনুযায়ী, গাজা পুনর্গঠনে প্রায় ৬ হাজার ৭০০ কোটি ডলার প্রয়োজন হবে। এ অর্থের বড় অংশ আসবে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ও আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর কাছ থেকে।
কোন মন্তব্য নেই