প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু আজ
প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ শুরু আজ, আবেদন চলবে ২১ নভেম্বর পর্যন্ত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজার ২১৯ জন সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া আজ শনিবার (৮ নভেম্বর) থেকে শুরু হয়েছে। আবেদন গ্রহণ চলবে আগামী ২১ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। পরবর্তী ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
অনলাইনে আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। সেখানে দেওয়া নির্দেশনা অনুযায়ী আবেদন ফরম পূরণ করতে হবে।
বেতন ও যোগ্যতা
সহকারী শিক্ষকের পদে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ১৩তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে, যেখানে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ বা ৫ স্কেলে ২.৮) থাকা বাধ্যতামূলক।
তবে শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
-
আবেদন শুরু: ৮ নভেম্বর ২০২৫
-
আবেদন শেষ: ২১ নভেম্বর ২০২৫
কোন মন্তব্য নেই