আইএফআইসির সাবেক এমডিকে ৫ কোটি টাকা জরিমানা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আইএফআইসির সাবেক এমডিকে ৫ কোটি টাকা জরিমানা

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

‘আইএফআইসি বন্ড’ অনিয়মে সাবেক এমডি শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা

টাইমস এক্সপ্রেস ২৪ 
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ০৩:৪৭

আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রীন জিরো কুপন বন্ড’ ইস্যুতে অনিয়মের অভিযোগে আইএফআইসি ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

মঙ্গলবার কমিশনের ৯৮০তম সভায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বন্ড ইস্যুতে বিভ্রান্তিকর প্রচার

বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ হাজার ৫০০ কোটি টাকার অভিহিত মূল্যের এই বন্ডে জামিনদার ছিল আইএফআইসি ব্যাংক, আর অ্যারেঞ্জার ও অ্যাডভাইজার হিসেবে কাজ করেছে আইএফআইসি ইনভেস্টমেন্টস লিমিটেড
তবে বাস্তবে বন্ডটির অর্থ সংগ্রহ করেছে রিয়েল এস্টেট কোম্পানি শ্রীপুর টাউনশিপ লিমিটেড

কিন্তু বিভিন্ন বিজ্ঞাপনে বন্ডের নাম হিসেবে ‘আইএফআইসি আমার বন্ড’ ব্যবহার করা হয়। এতে বিনিয়োগকারীদের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হয় যে বন্ডটি আইএফআইসি ব্যাংক ইস্যু করেছে — যা বিএসইসি বিভ্রান্তিকর ও নিয়মবহির্ভূত বলে অভিহিত করেছে।

 আগের সিদ্ধান্তের ধারাবাহিকতা

এর আগে কমিশনের ৯৬৫তম সভায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়। সেই ধারাবাহিকতায় এবার শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে বড় অঙ্কের জরিমানা

একই ঘটনায় এর আগে আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান ফজলুর রহমানকে ১০০ কোটি টাকা জরিমানা এবং পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
এছাড়া তার ছেলে ও ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমানকে ৫০ কোটি টাকা জরিমানা ও একইভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

অন্যান্য দণ্ড ও নিষেধাজ্ঞা

  • ইমরান আহমেদ, সাবেক সিইও, আইএফআইসি ইনভেস্টমেন্টস লিমিটেড — পুঁজিবাজারে ৫ বছরের নিষেধাজ্ঞা।

  • ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড — ১০ লাখ টাকা জরিমানা।

  • ড. শেখ শামসুদ্দিন আহমেদ, বিএসইসির সাবেক কমিশনার — ৫ বছরের নিষেধাজ্ঞা।

  • অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, সাবেক চেয়ারম্যান, বিএসইসি — আজীবন অবাঞ্ছিত ঘোষণা।

  • এছাড়া আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালক এআরএম নাজমুস সাকিব, মো. গোলাম মোস্তফা, মো. জাফর ইকবাল, কামরুন নাহার আহমেদ ও সুধাংশু সরকার বিশ্বাসকে সতর্ক করা হয়েছে।

কমিশনের মন্তব্য

বিএসইসি জানিয়েছে, মূল উদ্দেশ্য হলো বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর বন্ড ইস্যু রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

কোন মন্তব্য নেই