চীনে ৪০০ কোটি ডলারে অংশীদারত্ব বিক্রি করল স্টারবাকস
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
চীনে ৪০০ কোটি ডলারে অংশীদারত্ব বিক্রি করল স্টারবাকস
বিশ্বখ্যাত কফি ব্র্যান্ড স্টারবাকস তাদের চীনা কার্যক্রমে অংশীদারত্ব বিক্রি করছে। এই অংশীদারত্ব কিনছে চীনের বিনিয়োগ প্রতিষ্ঠান বয়ু ক্যাপিটাল (Boyu Capital), যার লেনদেনমূল্য প্রায় ৪০০ কোটি ডলার।
বিশ্লেষকদের মতে, এটি সাম্প্রতিক সময়ে কোনো বৈশ্বিক ভোক্তা পণ্য কোম্পানির চীন শাখা বিক্রির অন্যতম বৃহত্তম বাণিজ্যিক চুক্তি।
অংশীদারত্বের কাঠামো
এই চুক্তির ফলে চীনে স্টারবাকসের খুচরা ব্যবসার মোট মূল্য দাঁড়াবে প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলার। এর মধ্যে রয়েছে বয়ু ক্যাপিটালের ক্রয় করা নিয়ন্ত্রণমূলক অংশ এবং স্টারবাকসের হাতে থাকা অবশিষ্ট অংশীদারত্বের মূল্য।
বিনিয়োগের তাৎপর্য
স্টারবাকসের জন্য চীন বর্তমানে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় বৃহত্তম বাজার। কোম্পানিটি দেশজুড়ে প্রায় ৭,০০০ এর বেশি শাখা পরিচালনা করে। নতুন অংশীদারিত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিজিটাল বিক্রয়, ডেলিভারি পরিষেবা ও গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে নতুন বিনিয়োগের পরিকল্পনা করছে।
কোন মন্তব্য নেই