চীনে ৪০০ কোটি ডলারে অংশীদারত্ব বিক্রি করল স্টারবাকস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চীনে ৪০০ কোটি ডলারে অংশীদারত্ব বিক্রি করল স্টারবাকস

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চীনে ৪০০ কোটি ডলারে অংশীদারত্ব বিক্রি করল স্টারবাকস

টাইমস এক্সপ্রেস ২৪ 
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ০২:৪৭

বিশ্বখ্যাত কফি ব্র্যান্ড স্টারবাকস তাদের চীনা কার্যক্রমে অংশীদারত্ব বিক্রি করছে। এই অংশীদারত্ব কিনছে চীনের বিনিয়োগ প্রতিষ্ঠান বয়ু ক্যাপিটাল (Boyu Capital), যার লেনদেনমূল্য প্রায় ৪০০ কোটি ডলার

বিশ্লেষকদের মতে, এটি সাম্প্রতিক সময়ে কোনো বৈশ্বিক ভোক্তা পণ্য কোম্পানির চীন শাখা বিক্রির অন্যতম বৃহত্তম বাণিজ্যিক চুক্তি

 অংশীদারত্বের কাঠামো

চুক্তি অনুযায়ী, বয়ু ক্যাপিটাল চীনে স্টারবাকসের খুচরা কার্যক্রমে সর্বোচ্চ ৬০ শতাংশ অংশীদারত্ব অর্জন করবে।
স্টারবাকস নিজে ৪০ শতাংশ অংশীদারত্ব ধরে রাখবে এবং নতুন যৌথ কোম্পানিকে ব্র্যান্ড, রেসিপি ও মেধাস্বত্ব (intellectual property) ব্যবহারের অনুমতি দেবে।

এই চুক্তির ফলে চীনে স্টারবাকসের খুচরা ব্যবসার মোট মূল্য দাঁড়াবে প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলার। এর মধ্যে রয়েছে বয়ু ক্যাপিটালের ক্রয় করা নিয়ন্ত্রণমূলক অংশ এবং স্টারবাকসের হাতে থাকা অবশিষ্ট অংশীদারত্বের মূল্য।

বিনিয়োগের তাৎপর্য

স্টারবাকসের জন্য এটি কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনের কফি বাজারে তীব্র প্রতিযোগিতা দেখা দিয়েছে, বিশেষত স্থানীয় ব্র্যান্ড যেমন লাকিন কফি (Luckin Coffee)সিজেএম কফি (Cotti Coffee)-এর উত্থানের কারণে।
বয়ু ক্যাপিটালের মতো শক্তিশালী স্থানীয় বিনিয়োগকারী অংশীদার যুক্ত হওয়ায় স্টারবাকস চীনে তাদের বাজার অবস্থান আরও 
স্থিতিশীল ও সম্প্রসারিত করতে পারবে বলে আশা করা হচ্ছে।
 
বৈশ্বিক প্রেক্ষাপট

স্টারবাকসের জন্য চীন বর্তমানে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় বৃহত্তম বাজার। কোম্পানিটি দেশজুড়ে প্রায় ৭,০০০ এর বেশি শাখা পরিচালনা করে। নতুন অংশীদারিত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিজিটাল বিক্রয়, ডেলিভারি পরিষেবা ও গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে নতুন বিনিয়োগের পরিকল্পনা করছে।

কোন মন্তব্য নেই