হিমালয়ে ভয়াবহ তুষারধস
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
হিমালয়ে ভয়াবহ তুষারধস: সাত পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ আরও কয়েকজন
নেপালের উত্তর-পূর্বাঞ্চলে হিমালয়ের ইয়ালুং রি পর্বতে ভয়াবহ তুষারধসে কমপক্ষে সাতজন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে পাঁচজন বিদেশি ও দুইজন নেপালি গাইড রয়েছেন। খবর—বিবিসি।
দুর্ঘটনা ইয়ালুং রি বেস ক্যাম্পে
সোমবার সকাল ৯টার দিকে দোলাখা জেলার ইয়ালুং রি পর্বতের বেস ক্যাম্পের কাছে তুষারধসের ঘটনা ঘটে। অভিযান পরিচালনাকারী সংস্থা সেভেন সামিট ট্রেক্স জানায়, তখন পর্বতারোহী দলটি শৃঙ্গ আরোহনের প্রস্তুতি নিচ্ছিল।
সংস্থাটির চেয়ারম্যান মিংমা শেরপা জানিয়েছেন, এ পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা গেছে। ধারণা করা হচ্ছে, বাকি পাঁচজন এখনো তুষারের ১০ থেকে ১৫ ফুট নিচে চাপা পড়ে আছেন। খারাপ আবহাওয়া এবং দুর্গম ভূখণ্ডের কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে।
উদ্ধার অভিযান ব্যাহত
দুর্ঘটনার খবর পাওয়ার পরই উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধার হেলিকপ্টারটি দোলাখার না গাঁও এলাকায় অবতরণ করে—যা বেস ক্যাম্প থেকে প্রায় পাঁচ ঘণ্টার হাঁটার পথ। তবে ঘন কুয়াশা, প্রবল ঠান্ডা ও ঝুঁকিপূর্ণ ঢাল উদ্ধার তৎপরতায় বড় বাধা সৃষ্টি করছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
নিহত ও আহতদের পরিচয়
নিহতদের মধ্যে রয়েছেন দুইজন ইতালীয়, একজন কানাডীয়, একজন জার্মান, একজন ফরাসি এবং দুইজন নেপালি গাইড। আহতদের হেলিকপ্টারে করে রাজধানী কাঠমান্ডুতে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য।
আরও এক দলে নিখোঁজ দুই পর্বতারোহী
এদিকে, পশ্চিম নেপালের প্যানবারি পর্বতে নিখোঁজ দুই ইতালীয় পর্বতারোহীকে উদ্ধারের অভিযান চলছে। নিখোঁজরা হলেন স্টেফানো ফাররোনাতো ও আলেসান্দ্রো কাপুতো, যারা তিন সদস্যের একটি দলে ছিলেন। দলের অপর সদস্য ভেলটার পারলিনোকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
বিপজ্জনক হয়ে উঠছে হিমালয়ের অভিযান
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তন ও অনিয়মিত বরফ গলার কারণে হিমালয়ে তুষারধসের ঘটনা বেড়েছে। শুধু এ বছরেই নেপালে অন্তত কয়েকটি তুষারধসে ডজনের বেশি পর্বতারোহী প্রাণ হারিয়েছেন।
কোন মন্তব্য নেই