গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলেন ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলেন ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

গণমাধ্যমে প্রকাশিত অভিযোগকে অপপ্রচার বললেন ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান — সম্পাদিত সংবাদ (টাইমস এক্সপ্রেস ২৪)

০৭ নভেম্বর ২০২৫, ১২:০৩

ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে 'অপপ্রচার' হিসেবে ব্যাখ্যা দিয়েছেন। মঙ্গলবার (০৭ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে তিনি নিজের অবস্থান স্পষ্ট করে অভিযোগসমূহকে ভিত্তিহীন ও মিথ্যা দাবি করেছেন।

চৌধুরীর বিবৃতির মূল বক্তব্যগুলো হলো—

  • বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও কিছু চ্যানেলে তার নাম জড়িয়ে কার্যত অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে।

  • এসব মিথ্যা খবর বলছে, তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যানের পদ থেকে ৮০০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন; যা সম্পূর্ণ মিথ্যা ও অত্যন্ত বানোয়াট।

  • তিনি ৪০ বছরের ব্যবসায়িক জীবনকে উল্লেখ করে বলেন, তার বিরুদ্ধে কোনো খেলাপি ঋণ নেই, কখনও কোনো ব্যাংক থেকে সুদ মওকুফের অনুরোধ করেননি, এবং ব্যাংকের কোনো ঋণ একদিনও ওভারভিউ হয়নি।

  • তিনি দাবি করেন, তার ব্যক্তিগত ও পারিবারিক ব্যবসা সম্পর্কে ২০১৩–১৪ হতে ২০২৩–২৪ পর্যন্ত ১১ বছরে ১১ বার জাতীয় রাজস্ব বোর্ডের উল্কা হিসেবে “সেরা করদাতা” হিসেবে পুরস্কৃত হয়েছেন।

  • ইস্টার্ন ব্যাংক পিএলসি কোনো নিয়ম-নীতি লঙ্ঘন করেনি এবং সরকারি/নিয়ন্ত্রক সংস্থার কোনো অভিযোগ নেই; প্রমাণ চাইলে তিনি প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

  • যাদের মাধ্যমে এসব মিথ্যাচার ছড়ানো হচ্ছে, তাদের ব্যবসায়িক মহলে নাম-পরিচয় সকলেরই সুস্পষ্ট বলে তিনি জানান এবং তাঁর সুনাম ক্ষুন্ন করার চেষ্টা থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ করেন।

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যানের ব্যাখ্যায় স্পষ্টভাবে বলা হয়েছে যে, ব্যাংক সম্পর্কিত কোনো অভিযোগ বা অনিয়ম থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই–পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং তিনি নিজে সেই প্রক্রিয়ায় সহযোগিতা দেবেন। শেষ পর্যন্ত তিনি অনভিপ্রেত, মিথ্যা ও ভিত্তিহীন খবর প্রকাশের তীব্র প্রতিবাদ জানান এবং পাঠক ও সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন।

কোন মন্তব্য নেই