বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বার্তা: সরকারের বিবেচনায় আসতে পারে বিষয়টি

টাইমস এক্সপ্রেস ২৪

একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিতের পর ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আপাতত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণের কোনো সুযোগ নেই, তবে সরকার চাইলে বিষয়টি বিবেচনা করতে পারে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫’ অনুযায়ী, কোনো ব্যাংক বিলুপ্ত হলে শেয়ারহোল্ডাররা যে ক্ষতির সম্মুখীন হবেন, তার চেয়ে বেশি ক্ষতি হলে সেই অতিরিক্ত অংশের জন্য ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, রেজল্যুশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র মূল্যায়নকারী প্রতিষ্ঠান শেয়ারগুলোর প্রকৃত মূল্য নির্ধারণ করবে। যদি কোনো শেয়ারহোল্ডার ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হন, তবে সে অনুযায়ী পরিশোধের ব্যবস্থা করা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইএমএফ, বিশ্বব্যাংক ও এফসিডিও-এর কারিগরি সহায়তা এবং আন্তর্জাতিক সর্বোত্তম চর্চা অনুসরণ করে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশটি প্রণয়ন করা হয়েছে। এতে আমানতকারী, শেয়ারহোল্ডার ও অন্যান্য পাওনাদারের অধিকার সুরক্ষার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

এর আগে বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর পাঁচ ব্যাংক একীভূত করার ঘোষণা দেন এবং জানান যে, এসব ব্যাংকের শেয়ারের মূল্য শূন্য ধরা হবে।

এই ঘোষণার পর ক্ষুব্ধ সাধারণ শেয়ারহোল্ডাররা গভর্নরের পদত্যাগ দাবি করে এবং বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেন। এরপরই ক্ষতিপূরণ সংক্রান্ত ব্যাখ্যা দিতে কেন্দ্রীয় ব্যাংক এই বিশেষ বার্তা প্রকাশ করে।

কোন মন্তব্য নেই