এক সপ্তাহে ডিএসইর বাজারমূলধন বাড়ল ৭ হাজার ৮২০ কোটি টাকা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এক সপ্তাহে ডিএসইর বাজারমূলধন বাড়ল ৭ হাজার ৮২০ কোটি টাকা


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

টাইমস এক্সপ্রেস ২৪


২১ নভেম্বর ২০২৫

বিদায়ী সপ্তাহে (১৬–২০ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন সম্পন্ন হয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে বাজারমূলধন বেড়েছে ৭ হাজার ৮২০ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজারমূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮১ হাজার ৭৯৪ কোটি টাকা। আগের সপ্তাহের একই সময়ে বাজারমূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৯৭৪ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহে ডিএসইর বাজারমূলধন বেড়েছে ১.১৬ শতাংশ বা ৭ হাজার ৮২০ কোটি টাকা।

এ সময়ে ডিএসইর সব সূচকই বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে—

  • ডিএসইএক্স বেড়েছে ১৬৬.৩২ পয়েন্ট বা ৩.৫৪%

  • ডিএসই–৩০ বেড়েছে ২৬.৫১ পয়েন্ট বা ১.৪৩%

  • ডিএসইএস বেড়েছে ৪১.৩৩ পয়েন্ট বা ৪.২৩%

সূচকের উত্থানের পাশাপাশি লেনদেনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯৮৭ কোটি ৬৭ লাখ টাকা, যা আগের সপ্তাহের ১ হাজার ৭৭১ কোটি ৭৭ লাখ টাকার তুলনায় ২১৫ কোটি ৯০ লাখ টাকা বেশি।

প্রতিদিন গড় লেনদেন দাঁড়িয়েছে ৩৯৭ কোটি ৫৩ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৪৩ কোটি ১৮ লাখ টাকা বা ২৬.৮৫ শতাংশ বেশি।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে—

  • দাম বেড়েছে: ৩৪৭টির

  • দাম কমেছে: ১৮টির

  • অপরিবর্তিত: ৪টির

সার্বিকভাবে সপ্তাহজুড়ে বাজারে ইতিবাচক প্রবণতা বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখে।

কোন মন্তব্য নেই