ইস্টার্ন লুব্রিকেন্টসের ১৩০% লভ্যাংশ ঘোষণা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইস্টার্ন লুব্রিকেন্টসের ১৩০% লভ্যাংশ ঘোষণা


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

টাইমস এক্সপ্রেস ২৪


২১ নভেম্বর ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৮০ শতাংশ নগদ এবং ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ টাকা ১৮ পয়সা। আগের অর্থবছরে শেয়ার প্রতি আয় ছিল ২৪ টাকা ৮২ পয়সা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ৬৭ টাকা ৮৩ পয়সা, যা আগের বছরে ছিল ৫ টাকা ৬৩ পয়সা।

২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৯ টাকা ৩৫ পয়সা।

আগামী ৩১ জানুয়ারি সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ ডিসেম্বর।

কোন মন্তব্য নেই