বাংলাদেশ প্রথম এবং ঢাকা-চট্টগ্রাম রুটে দিয়ে গ্রীন লাইন পরিবহনের দোতলা বাস সার্ভিসের যাত্রা শুরু ।
এসি দোতলা বিলাসবহুল বাস সার্ভিস দিয়ে গ্রীন লাইন পরিবহনের দোতলা বাস সার্ভিসের যাত্রা শুরু করল গ্রীন লাইন কর্তৃপক্ষ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ বাসের উদ্বোধন করেন। প্রথমে ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে এসব বাস। প্রতিটি বাসে নিচ তলায় আটজন ও দোতলায় ৩২ জন সবমিলিয়ে ৪০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। যাত্রীপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে এক হাজার ৩০০ টাকা। নতুন এ বাস সার্ভিস সম্পর্কে গ্রীন লাইন পরিবহনের স্বত্বাধিকারী মো. আলাউদ্দিন বলেন, ‘যাত্রী সাধারণের আধুনিক ও উন্নত চাহিদা পূরণের লক্ষ্যেই জার্মানির মেন ব্র্যান্ডের অত্যাধুনিক ১০টি ডাবল ডেকার বাস আমদানি করেছি। এই বাসগুলো পুরো বডি মালয়েশিয়ার বিখ্যাত বাস বডি বিল্ডার কোম্পানি ইন্টারকোচ নির্মাণ করেছে। এসব বাসে এবার ঈদযাত্রী পরিবহনের জন্য প্রস্তুত। উদ্বোধনের (২৬ আগস্ট) পর থেকেই ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করবে। ভবিষ্যতে আরও ডাবল ডেকার বাস আমরা আমদানি করব।’
Picture from dhakatribune
বাস কোম্পানিটি জানিয়েছে, দোতলা বাসগুলো ১২ হাজার ৪০০ সিসির ইউরো-৩ স্ট্যান্ডার্ডের। এসব গাড়ির ইঞ্জিন ৪৬০ হর্স পাওয়ারসম্পন্ন। এগুলো ৮ চাকার মাল্টি এক্সেল ও অটোগিয়ার বিশিষ্ট বাস। নিচ তলায় রয়েছে ৮টি এবং দোতলায় ৩২টি সর্বমোট ৪০ সিট রয়েছে।সব গাড়ি বিজনেস ক্লাস এবং খুবই আরামদায়ক সিট যা আপনার যাত্রা করবে অনেক মজাদার । প্রতিটি গাড়ির একপাশে দুই সিট ও অপরপাশে একটি সিট রয়েছে। সিটগুলো খুবই আরামদায়ক হবে। এসব গাড়ির চালককে বিদেশি কোম্পানির মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
News update from online news portal
কোন মন্তব্য নেই